আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ইউটিউব থেকে প্রায়ই ভিডিও ডাউনলোড করেন। আসলে প্রায়ই বললে ভুল হবে বলা উচিৎ প্রতিদিনই। কিন্তু ইউটিউব থেকে ভিডিও ডাউন-লোড করার সবচেয়ে বড় সমস্যা হল সেখানে থেকে সরাসরি ডাউন-লোড করার কোন উপায় নাই। তাই অনেকেই আইডি-এম, ডিএপি সহ আর অন্যান্য ডাউন-লোড করার সফটওয়্যার ইউজ করেন। তারপরেও দেখা যায় অনেক সময়ই সেই সফটওয়্যার কাজ করে না।
হয়তো মেয়াদ শেষ নয়ত অন্য কোন কারণে। তারপর আবার আসব থার্ড-পার্টি সফটওয়্যার ইউজ করে ডাউন-লোড করলে আপনার ব্রাউজার স্লো কবে অনেক অংশে। অনেক মজা তাই না?
আচ্ছা এবার আসি কাজে কথায়। আমি আজ আপনাদেরকে যে সাইটের সাথে পরিচয় করিয়ে দিবো সেখানে থেকে আপনি খুব সহজেই একটি ইউটিউব ভিডিওকে প্রায় ৫-৭টি ফরম্যাটে ডাউন-লোড করতে পারবেন। কি বিশ্বাস হচ্ছে না? চলুন তাহলে...
১. আপনার ব্রাউজার ওপেন করে এই লিঙ্কে ক্লিক করুন।
কয়েক সেকেন্ডের মধ্যে নিচে keepvid সাইটের এর হোম পেজ আসবে নিচের মত...
২. আবার নিচের চিত্রে দেখানো হোমে পেজের উপরের সেকশনে আপনার ইউটিউব ভিডিও’র লিঙ্ক দিয়ে পাশের Download বাটনে ক্লিক করুন...
৩. Download বাটনে ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সামনে একটি সিকিউরিটি এলার্টবক্স আসবে সেটি একসেপ্ট করে Run ক্লিক করুন।
৪. এবার আপনার সামনে ভিডিওটির সব ফরম্যাট(ভিডিও ভেদে ফরম্যাট কম বেশি হবে) হাজির হবে নিচের মত। সেখানে থেকে নিজের ইচ্ছা মত ফরম্যাটে+ভিডিও রেজুলেশন ক্লিক করে ডাউন-লোড করুন!
এবার ইচ্ছামত ডাউন-লোড করে ইউটিউব ফাঁকা করুন!
পোস্টের এখানেই সমাপ্তি।
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। :-)
পোস্টটি একই সাথে রংপুরসোর্স ব্লগে প্রকাশিত! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।