বাংলাদেশে বন্ধ করে দেওয়া ভিসা সেন্টার ৩টি আবারো চালু করেছে কানাডা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে এখন থেকে আবারো আগের মতোই ভিসা আবেদন জমা দেওয়া যাবে। বৃহস্পতিবার ঢাকার কানাডীয় হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়। কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে হাইকমিশন জানায়। কানাডীয় হাইকমিশন জানায়, ভিসার জন্য কেউ ইচ্ছা করলে সিঙ্গাপুরের কানাডা হাইকমিশনেও আবেদন করতে পারবেন। আর যারা এরইমধ্যেই আবেদন করেছেন তাদের সঙ্গে হাইকমিশনের পক্ষ থেকেই যোগাযোগ করা হবে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এর সেন্টারগুলোতে যারা আবেদন করেছেন তাদেরও প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে। হাইকমিশনের পক্ষ থেকে বাড়তি তথ্যের জন্য ওয়েবসাইট দেখার পরামর্শও দেওয়া হয়েছে। গত ৩০ এপ্রিল থেকে ঢাকাসহ দেশের তিনটি ভিসা সেন্টার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তখন সিঙ্গাপুর থেকে বাংলাদেশিদের ভিসা সংগ্রহের জন্য আহবান জানিয়েছিল কানাডা Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।