জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** ভালবেসে এতোটাই কষ্ট পেয়েছিলাম যে আমি তোমার কাছ থেকে মুক্তি চেয়েছিলাম।আজ আমি মুক্ত,কিন্তু সত্যি বলছি এমন মুক্তি আমি কখনোই চাইনি।এ কেমন মুক্তি দিলে তুমি?অদৃশ্য এক মায়ার বাধঁনে প্রতিক্ষন বেধেঁ রেখেছো আমায়?শত চেষ্টায় ও আমি দূরে যেতে পারিনা আবার কষ্ট পাবার ভয়ে তোমার ভালবাসাও চাইনা।এটাকে যদি মুক্তি বলে তাহলে এমন মুক্তি আমি চাইনা।। রাত যত গভীর হয় ,পুরোনো স্মৃতি গুলো যেনো ফিরে ফিরে ডাকে ।মনে করিয়ে দেয় তোমার চলে যাওয়া ।যে তুমি ছিলে একদিন আমার মনের আঙিনায় । আজ জানিনা তুমি কোথায় ? আড়াল করেছো নিজেকে কোন অজানায় ? তবুও আমি আছি তোমারই প্রতীক্ষায় !! শুভ রাত্রি সবাইকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।