আমার কবিতাকে কেউ যদি টুইটারে ফলো করান তাতে কোন আপত্তি নেই, তবে নিজের বলে চালিয়ে দেবার অপচেষ্টা ভুলেও করতে যাবেন না যেন!..shahed_ar7@yahoo.com
তুমি ছিলে তাই
সুখের একটা স্বপন ছিলো মনে
নির্ঝরিনির বুকে একটুকরো চরের মত;
তা'রই আবেশে বিমোহিত হতাম আমি
আর সেই স্বপ্নাচ্ছন্ন সময়ে
সুতোয় বেঁধে প্রজাপতি উড়িয়ে দিতাম কত।
তুমি ছিলে তাই
আমার ভাঙা কুটিরে ঢলে পড়ত
শশীর রূপোলী আলো;
অন্তর জুড়ি' এক চিরসবুজ অনুভূতি
করত বিতাড়ন মনের যত কালো।
তুমি ছিলে তাই
সদা মম হৃদ্ স্পন্দনে ধ্বনিত
তোমার বাঙময় নাম;
গাঙচিলের ডানায় ভেসে যেতাম সুদুরে
গড়ার মানসে এক সাজানো সুখ-ধাম।
তুমি নেই আজ
অনুভূতিগুলো তাই আর পায়না খুঁজে
অবারিত স্তুতি সমৃদ্ধ কবিতার উপমা;
বিমূর্ত নিশি কাটে তাই বিষাদে
আঁখিজলে প্লাবিত হয় মম হিয়া
শুধু তোমারই তরে- হে সুন্দরী পরমা।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।