নীল আকাশের নক্ষত্রের আলোয়
ভরে উঠেছিল আমার চারপাশ।
জীবনের জটিল দুঃখ গুলো যদিও
খিল দিয়ে রেখেছিল হৃদয়ের দরজায়।
তবুও মনের গহীন বাগানে
আগাছা ভেদ করে ঠিকই চিনে নিয়েছিল
আমার তৃষ্ণার্ত দৃষ্টি।
তুমি হয়তো ফুল নও
হয়তো হাজারো ফুলের কাঁটা।
তবুও তোমার সান্নিধ্যেই আমার অসহিষ্ণু মন
খুঁজে পেয়েছিল সুখের অকিঞ্চিত্ ঠিকানা।
ছড়াতে পেরেছিল হৃদয় যন্ত্রণার
জ্বলন্ত রক্তিম আভা।
যদিও সে আলো বদলে গিয়েছিল
নিকট সময়ের তৃষিত অন্ধকারে।
কিন্তু তুমিইতো ছিলে একদিন
হৃদয় মাঝে, জীবনের সাথে।
ভালবেসে ছড়িয়েছিলে আলো
নীল আকাশের তারায় তারায়।
পাখির সুরে গেয়েছিলে গান
রাতজাগার ক্লান্তি ভুলে।
দূর জানালায় নিভু নিভু প্রদীপের আলোয়
আলোকিত করেছিলে আমার হৃদয়ের
অন্ধকার কক্ষগুলো।
অশ্রুবাহিত তপ্ত নদীর বিপরীত স্রোতে
ভাসিয়েছিলে আমাদের প্রাণহীন সুখতরী।
যদিও তার সান্নিধ্য পাওয়া হয়নি কখনোই।
তবুও তো ছিলে সাথে।
ঝড়ের রাতের দুর্দশায়, জলোচ্ছাসের দানবতায়ঃ,
অনাবৃষ্টির তপ্ত মাঠে, নদীর ভাঙ্গনে।
তুমিইতো পাশে দাড়িয়ে ছিলে
বট বৃক্ষের নির্ভরতায়।
শুনিয়েছিলে আশার বাণী
পাশে থাকার অভয় দিয়ে।
আজ হয়তো ভুলে গেছ সব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।