বুদ্ধিজীবী হতে ডিগ্রী লাগেনা। কি এক ঝামেলা। বাংলালিঙ্কের ইন্টারনেট প্যাকেজ নিলে প্যাকেজ ফুরাতেই চায় না (স্লো স্পিডের কারণে)। আর জিপির নেট নিলে ১০ দিনে প্যাকেজ শেষ। কাস্টমার কেয়ারে ফোন দিলে বলে আপনি নিশ্চই ব্যবহার করেছেন, আপনাকে স্পিড টা বুঝতে হবে, হাই স্পিড বলে কথা।
ওহো বলাই হয়নি। আমি এক জিবি ইন্টারনেট প্যাকেজের কথা বলছিলাম। মূল কথা তা নয়। আমি মূলত নিজের কথা বলব বলে কিবোর্ড ধরেছি আজ।
জীবনের অলিগলিতে নানাবিধ সমস্যা নিয়ে বাস করতে হয়।
লেখালেখিতে আমার ব্যাপক আগ্রহ। কিন্তু ধৈর্য্য কিছুটা কম তাই বাংলা সাহিত্যের ইতিহাসে বিখ্যাত কিছু উপন্যাস আর মহাকাব্য যোগ হতে পারেনি বলে আমি দূঃখিত। কি নাকি এক খান যন্ত্র আছে। ওই খান মাথায় পরে বসে থাকলে কম্পিউটারে টাইপ হয়ে যায়। কোন দোকানে পাওয়া যায় জানা থাকলে একবার কেনার ট্রাই করে দেখতাম।
আরেক খান সফটওয়্যারের নাম শুনেছি। স্পিচ টু রাইটিং সফটওয়্যার। মুখে কথা বললে সে নিজেই টাইপ করে দেয়। নেটে সার্চ দিয়ে পাইছিলাম। ডলারে দাম লেখা ছিল।
টাকায় সাত আট হাজার হবে। ক্রেডিট কার্ড নাই। কিনতে পারলাম না তাই। এক টুইটার ফ্রেন্ডের কাছে জানলাম উইন্ডোজ সেভেনে এই সেবা ফ্রি পাওয়া যায়। খুঁজ়ে পড়ে বের করলাম।
ইনস্টল কললাম। বাট ঘোড়ার ডিমের অমলেট। বেয়াক্কল সফটওয়্যার ইঙ্গরেজী ছাড়া কিছুই বোঝেনা। তার উপর ভাষাগত সমস্যা। কানে মে বি কম শোনে।
আমি যদি বলি সেভেন তো সে টাইপ করে হেভেন। আমি বললাম সিক্স - তো সে লিখল ডিস্ক।
এত ঝক্কি কি আর বাঙালীর হাড়ে সয় বলো। তাই এখনো আংগুল দিয়ে লিখি। তবে ভরসা অভ্র ছিল সাথে।
বিজয় মুখস্ত করে লিখতে হলে আমার আর লেখক হয়ে ওঠা হত না। মন্তব্যহীন পাঠক হিসেবে ঘুরে বেড়াতে হত ব্লগের পাতায় পাতায়। লেখক আইডি খান দেখে ভাবত অকালে ডেড খায়া গেছে বেচারা।
আচ্ছা বেচারা মানে কি? যার কোন চারা থাকে না সেই বেচারা। চারাই যদি হবে তবে সেটা কিসের চারা?
আজ আমি হঠাৎ হিসেব কষতে বসলাম।
কতদিন কি কি করলাম ব্লগে। নিচে আমার পরিসংখ্যান তুলে ধরলাম।
সামহ্যোয়্যারইনব্লগেঃ
ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ৯৯টি
মন্তব্য করেছেন: ৬০৬টি
মন্তব্য পেয়েছেন: ৬৬৫টি
ব্লগ লিখেছেন: ২ বছর ২ মাস
ব্লগটি মোট ১৪৩৮০ বার দেখা হয়েছে
সোনারবাংলাদেশ ব্লগেঃ
ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ৬১টি
মন্তব্য করেছেন: ৫৭৫
মন্তব্য পেয়েছেন: ৩৬৭টি
প্লাস পেয়েছেন: ২১৮টি
ব্লগ লিখছেন ৮ মাস ২৫ দিন
ব্লগটি মোট ১০৯০৪বার দেখা হয়েছে
আরো কিছু ব্লগে লিখি। সেগুলোর হিসেব বাদ দিলাম।
প্রিয় পাঠক বন্ধু এবার আপনার পরিসংখ্যান বলেন।
চোখ বোলান নিজের পাতায়। মনে কি পড়বে না সেই ফেলে আসা দিনগুলো। আবেগ অনুভূতি ছড়িয়ে লেখাগুলো।
পুনশচঃ লেখাটি এক যোগে সামহ্যোয়ারইনব্লগ ও সোনারবাংলাদেশব্লগে প্রকাশিত হচ্ছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।