আমাদের কথা খুঁজে নিন

   

নাটকের নিপুণ নটীর মতোন আসে অনেকে

শাফিক আফতাব------- সবটা সময় সঙ্গী খুজেঁ বেড়াই কারো সাথে মিলিত হবার জন্য বুকটা খাক হয়ে থাকে তৃষ্ণার জলের জন্য চাতক হয়ে থাকে হাভাতে মানুষের মতোন উদোরঅগ্নি নিয়ে থাকে। তবু কারো সন্ধান পাই না কার সাথে মিলিত হবো আমি ? আমার যৌনতা মৌন হয়ে গৌণ হয়ে যায় আমি নিঃসঙ্গ ঘুমে পড়ি ঘুমের রাজ্যে চিত্রজগতের নায়িকারা আসে আমার হারিয়ে যাওয়া প্রেমিকা আসে আমাকে চুম্বন করে আমি কম্পিত হই । সফেদ সকালে আবার ঘুম থেকে জেগে সঙ্গীর সন্ধানে বেড়িয়ে পড়ি মনের মিলের মানুষ খুঁজি খাপে খাপ মেলেনা নাটকের নিপুণ নটীর মতোন আসে অনেকে অভিনীত হয়ে হয়ে গেলে কেটে পড়ে নতুন বেডশিট আর বালিশের কভার খোঁজে অথচ আমি শুধু সঙ্গী খুঁজে বেড়াই এই শহরে সঙ্গী নেই, সঙ্গ আছে, ভঙ্গুর কাচের মতোন ভাঙে যা সামান্য আঘাতে ২৫.০৬.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।