আমাদের কথা খুঁজে নিন

   

নাটকের কবি



নাটকের কবি ফকির ইলিয়াস ( নাট্যনক্ষত্র সেলিম আল দীন কে অবনত শ্রদ্ধা ) ================================ বদলে যাচ্ছে জীবনের বল্কল। ঘুরছে চাকা, পিষ্ট হচ্ছি প্রতিদিন অযুত সময়ের কাছে রেখে যাচ্ছি যাবতীয় দায়বদ্ধতা। রেখে যেতেই হয়, উষ- আলিঙ্গন সমুহ চন্দ্র গহীনে। কালের কিস্তি এসে লিখে নেবে সবপ্রিয় নাম, আবার উঠবে জেগে ‘ যৈবতী কন্যার মন ’। কবিরা মন জাগাতেই আসে।

অলিখিত হলফনামায় সাক্ষর করে বলে যায়, মানুষই নমস্য চিরদিন। কঠিন যতোই হোক,তবু সব প্রতিকুল ঝড়ের গতি রুখে দিতে পারে মানুষ। পেশী ও পশমে। বদলে যাচ্ছে জীবনের প্রতিকৃতি। আরেক পর্দা এসে ঢেকে দিচ্ছে কবির মুখ।

তিনি কি লোকান্তরিত হচ্ছেন ! নাকি নিবাস গড়ছেন অন্য মনোলোকে। যেখানে জীবন থাকে নিদ্রার ঘোরে, মহাসুখে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।