আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীণ ব্যাংক নিয়ে অবস্থান বদলাবে না

নিজেকে আদিবাসী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমাদের জাতিস্বত্তার সাংবিধানিক স্বীকৃতি নেই! কিন্তু আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সোচ্চার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গ্রামীণ ব্যাংক নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী-সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে গ্রামীণ ব্যাংক নিয়ে হিলারির বক্তব্যের পর সরকার তার অবস্থান পরিবর্তন করবে কি না—জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে হিলারির বিবৃতির কোনো যুক্তি নেই।

উনি বলেছেন ওনার কথা। গ্রামীণ ব্যাংক সরকার দখল করবে—এমন অভিযোগ রাবিশ। আমি দুঃখিত যে রাবিশ শব্দটি ব্যবহার করেছি। ’ অর্থমন্ত্রী বলেন, ‘হিলারির মন্তব্য আনওয়ানটেড। গ্রামীণ ব্যাংকের আমিও একজন প্রতিষ্ঠাতা।

সরকার এটা প্রতিষ্ঠা করেছে। যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাংক এতে এক পয়সাও দেয়নি। গ্রামীণ ব্যাংক ভালোভাবেই চলছে। সরকার কখনোই এতে হস্তক্ষেপ করে না। ’ তিনি বলেন, ‘গ্রামীণ ব্যাংকের সার্বিক বিষয়ে তদন্তের জন্য একটি কমিশন হয়েছে।

কিছু কাজ এখনো বাকি আছে। গ্রামীণ ব্যাংকের সঙ্গে আমরা কোনো ঝগড়া করিনি। ঝগড়া করেছেন ড. ইউনূস। ’ বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এবং নারী ও শিশু প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.