মনপুরা যাওয়ার বেশ কয়েকটি পথ রয়েছে। যারা ঢাকা থেকে মনপুরা যেতে চান, তারা প্রথমে ঢাকা সদর ঘাট যাবেন।সদর ঘাট থেকে প্রতিদিন একটি করে মোট দুইটি লঞ্চ (টিপু-৫(পাঁচ) ও পানামা)হাতিয়ার উদ্দেশ্য ছেড়ে যায় যাওয়ার পথে মনপুরা ঘাট করে যায়। এগুলো লোকাল লঞ্চ। সরাসরি কোন লঞ্চ মনপুরা বা হাতিয়ার উদ্দেশ্য ছেড়ে যায় না। এ ছাড়া ঢাকা থোক ভোলা হয়েও যাওয়া যায়। ভোলা মোস্তফা কামাল বাসস্টান্ড থেকে চরফ্যাশনের বাসে করে কুঞ্জেরহাট, কুঞ্জেরহাট থেকে রিকশা বা অট রিকশায় তজুমুদ্দিন বাজার, তজুমুদ্দিন বাজার থেকে রিকশা যোগে সি ট্রাক ঘাট। এবার নদী পার হতে হবে যা হবে সি ট্রাক যোগে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।