আমাদের কথা খুঁজে নিন

   

কানাডায় যেতে পারছেন না নাসির!!

......... কানাডায় প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেনের। আগামী ১২ মে এক প্রীতি ম্যাচে খেলার কথা ছিল নাসিরের। আগামীকাল কানাডার পথে পাড়ি জমানোর কথা ছিল তার। কিন্তু গতকাল পাসপোর্টে দেখেন কানাডার ভিসা দেওয়া হয়নি তাকে। কারন হিসেবে খোজ নিয়ে জানা গেছে আয়করের তথ্যে কিছুটা গড়মিল থাকায় তাকে ভিসা দেয়নি কানাডা হাইকমিশন।

কাগজপত্র ঠিক করে আবারু ভিসার জন্য আবেদন করতে বলেছে কানাডা হাইকমিশন। কিন্তু ততদিনে সে ম্যাচ শেষ হয়ে যাবার কথা। কারন কানাডার ভিসা বিভাগ সিঙ্গাপুরে হওয়ায় নতুন করে আবেদন করতে কমপক্ষে এক সপ্তাহ লেগে যাবে। তাই আর কানাডায় খেলতে যাওয়া হচ্ছে না তার। নাসিরের ভিসা না পওয়ার ঘটনায় অবাক বিসিবি কর্মকর্তারাও।

কারন এবারই প্রথম জাতীয় দলের কোনো ক্রিকেটারের বিদেশে খেলতে যাওয়ার ব্যাপারে ভিসা চেয়ে প্রত্যাখ্যাত হলেন তারা। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডও তাদের ক্রিকেটারদের কানাডায় খেলতে যাবার ব্যাপারে অনুমতি দেয়নি। বাংলাদেশের নাসিরের পাশাপাশি মিসবাহ, আফ্রিদিসহ বেশ কয়েকজন ক্রিকেটারের কানাডায় অর্থ তহবিল গড়ার জন্য এক প্রীতি ম্যাচে খেলার কথা ছিল।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.