কানাডায় আল কায়েদার নেটওয়ার্ক !
নতুনদেশ ডটকম
কানাডায় বড় ধরনের সহিংস হামলার সম্ভাবনা ঠেকিয়ে দিয়েছে পুলিশ। তল্লাশি চালিয়ে তছনছ করে দিয়েছে তাদের গোপন আস্তানা। সন্ত্রাসের অন্যতম পরিকল্পনাকারীসহ দুইজনকে গ্রেফতার করলেও আরো গ্রেফতারের সম্ভাবনার কথা জানিয়েছে সরকারি সূত্রগুলো।
কানাডার জাতীয় রাজধানী অটোয়ায় পরিচালিত এই অভিযান এবং তাতে গ্রেফতার হওয়াদের ব্যাপারে পুলিশ মুখ খুলছে না । বৃহস্পতিবার (২৬ আগষ্ট ) বিকেলে সংবাদ সম্মেলনে পুলিশ বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে জানিয়েছে।
তবে বিভিন্নসূত্রে পাওয়া তথ্যে জানা গেছে,গ্রেফতার হওয়া ব্যক্তিটির নাম মিজবাহ উদ্দিন আহমদ। তিনি কোন দেশীয় তা অবশ্য কোনো সূত্র থেকেই নিশ্চিত হওয়া যায় নি। মিডিয়া এবং গোয়েন্দাসূত্রগুলো গ্রেফতার হওয়াদের আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট বলে ঈঙ্গিত দিচ্ছেন।
এদিকে সন্ত্রাস এবং চরমপন্থা নিয়ে গবেষনা পরিচালনাকারী প্রতিষ্ঠান মেকেঞ্জি ইন্সটিটিউটের প্রেসিডেন্ট জন থমপসন মঙ্গলবার বলেছেন, আগামী অন্তত ২০ বছর কানাডীয়ানদের জীবনের অংশ হয়ে পড়বে সন্ত্রাসবাদ। কানাডায় সন্ত্রাসবাদ গড়ে উঠে উঠতে কযেক যুগ নিয়েছে, কয়েক যুগের প্রচেষ্টায় তারা আজকের পর্যায়ে এসেছে।
অন্তত আরো কয়েকটি দশক এই সন্ত্রাসবাদ আমাদের জীবনের অংশ হয়ে থাকবে।
উল্লেখ্য, ২০০৬ সালে কানাডা পুলিশ ‘টরন্টো ১৮’ নামে কানাডায় বেড়ে উঠা চরমপন্থী একটি গ্রুপকে গ্রেফতার করে। সহিংস এই গ্রুপটি কানাডার বিভিন্ন স্পর্শকাতর স্থাপনায় বোমা হামলা পরিচালনার প্রস্তুতি নিচ্ছিলো। ওই ঘটনার পর পর্যবেক্ষক মহল কানাডার নিরাপত্তা নিয়ে সন্দিগ্ন হয়ে উঠেন। বিভিন্ন সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও কানাডা সন্ত্রাসবাদরে শিকার হতে পারে বলে আশংকা প্রকাশ করেন।
কানাডীয়ান সিকিউরিটিজ ইনটেলিজেন্স সার্ভিস (সিএসআইএস) এর পরিচালক গত মে মাসে বলেছিলেন, সরকার স্থানীয়ভাবে বেড়ে উঠা কয়েকটি সন্ত্রাসী গ্রুপের উপর তীক্ষ্ণ নজর রাখছে। গত মাসেই (৯ আগষ্ট) একটি ব্যবসায়ী সম্মেলনে বক্তৃতা করতে গিয়ে জন নিরাপত্তা মন্ত্রী ভিক টওউস বলেছেন,কানাডায় ইসলাম ও অন্যান্য চরমপন্থী সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে। তিনি বলেন, চরম মতবাদ নিয়ে আমাদের যতো উৎকণ্ঠা। কেননা, চরম মতবাদই সন্ত্রাসবাদকে উসকে দেয়।
মঙ্গলবার অটোয়ায় সন্দেভাজন সন্ত্রাসী গ্রেফতার হওয়ার পর সরকারি একজন কর্মকর্তা মিডিয়াকে বলেছেন,এটি কানাডায় বেড়ে উঠা সন্ত্রাসী গোষ্ঠীর একটি অংশএবং তারা কানাডায় বড় ধরনের সহিংসতার পরিকল্পনা করছিলো।
তবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করতে তিনি অস্বীকৃতি জানান।
কানাডার প্রভাবশালী পত্রিকা ‘ন্যাশনাল পোষ্ট ‘ তাদের নিজস্ব অনুসন্ধানের উদ্ধৃতি দিয়ে লিখেছে ,পুলিশ আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একট সেল তছনছ করে দিয়েছে এবং আল কায়েদা সংশ্লিষ্ট দুইজনকে গ্রেফতার করেছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি লিখেছে, গ্রেফতারকৃত একজন সন্ত্রাসীগ্রুপের নেতা এবং তিনি পাকিস্তান ও আফগানিস্তানে প্রশিক্ষণ নিয়েছেন। শিগরিই তার কানাডার বাইরে যাবার পরিকল্পনা ছিলো বলে পুলিশ তাকে মঙ্গলবারই গ্রেফতার করে ফেলে।
গ্রেফতারকৃতদের সম্পর্কে পুলিশ কোনো তথ্য না দিলেও তল্লাশি চালানো বাড়ী থেকে পুলিশ হেফাজতে নেওয়া একটি গাড়ীর সূত্র ধরে ন্যাশনাল পোষ্ট ধারনা করছে গ্রেফতার হওয়া লোকটির নাম মিসবাহ উদ্দিন আহমেদ।
ন্যাশনাল পোষ্ট গ্রেফতার হওয়া মিজবাহ উদ্দিনের কোর্ট রেকর্ড ঘেটে দেখেছে অটোয়া রিভার পার্কওয়েতে মাত্রাতিরিক্ত স্পিডে গাড়ী চালানোর দায়ে তিনি এর আগে একবার গ্রেফতার হয়েছিলেন। এর বাইরে তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই।
২০০৬ সালে টরন্টো ১৮ নামে তরুন একটি সন্ত্রাসী গোষ্ঠীর গ্রেফতারের পর এই গ্রেফতারের ঘটনাকে উল্লেখযোগ্য এবং বড় ধরনের ঘটনা হিসেবে দেখছে পুলিশ।
http://www.notundesh.com/shirshokhobor.html
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।