শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর। নিঃশব্দে পথেঘাটে দৌঁড়াত দাঁতাল হিংস্র কুকুরটি, মানুষের পায়ে পায়ে, আর অতর্কিতে কামড় বসাতো তাদের গোড়ালিতে। তার মালিক তার গলায় ঝুলিয়ে দিল একটি ঘন্টা যাতে পথচারীগণ টের পায় তার উপস্থিতি; আরও ঝুলিয়ে দিল একটি শিকল, শিকলের অগ্রভাগে সংযুক্ত ভারী খড়ম, যাতে মানুষের গোড়ালিতে দ্রুত কামড় বসাতে না পারে সে। ঘন্টা ও খড়মে খুব গর্ববোধ হলো কুকুরটির, উদ্ধত হয়ে উঠল সে, অবজ্ঞা করতে লাগল সবাইকে, আর সেগুলো নিয়ে প্রদর্শনে বের হলো জনাকীর্ণ বাজারে। বৃদ্ধ এক কুকুর বললো, "নিজেকে নিয়ে এত জাঁকজমক কেন তোমার? এই যে ঘন্টা আর খড়ম, বিশ্বাস করো, এ কোনো কৃতিত্বের তিলক নয়, বরং উল্টোটাই, জ্বলজ্বলে অপমানের চিহ্ন এ, জনসাধারণের জন্য বিজ্ঞাপন, যাতে তোমার মতো অভদ্র কুকুরকে সবাই এড়িয়ে চলতে পারে।" ঈশপের গল্প থেকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।