রাজধানীর গুলশানের বিনোদন কেন্দ্র ওয়ান্ডারল্যান্ড ভেঙে ফেলা হচ্ছে। আজ সোমবার দুপুরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌল্লার নেতৃত্বে শ্রমিকেরা ওয়ান্ডারল্যান্ডের মূল ফটক ভাঙার কাজ শুরু করেছে। রাজউকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হুদা প্রথম আলো ডটকমকে জানান, অনেক দিন ধরে গুলশান পার্কটি দখলে রেখে ওয়ান্ডারল্যান্ড বাণিজ্যিক কাজ চালাচ্ছিল। গত বৃহস্পতিবার হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশের ভিত্তিতে আজ রাজউক উচ্ছেদ কাজ শুরু করেছে। মোহাম্মদ নুরুল হুদা আরও জানান, গুলশান পার্কের ওই জায়গা উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলতে থাকবে। তিনি জানান, ওয়ান্ডারল্যান্ডের দখল করা জায়গা উদ্ধারের পর এলাকাবাসী ও শিশু-কিশোরদের জন্য গুলশান পার্ক উন্মুক্ত রাখা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।