আমার ব্যক্তিগত ব্লগ
গুলশান আর মহাখালী এর মাঝে একটা বড় লেক (নাকি খাল) আছে, মাঝে আছে সংযোগ সড়ক। আপনি যদি মহাখালী থেকে গুলশান আসার পথে বাঁ দিকে মুখ করে দাড়ান তাহলে কি দেখবেন? শান্ত লেক, মাঝে একটা দ্বীপ। দ্বীপটিতে কাঁচা ঘর বাড়িতে একেবারে ভরে আছে। এমন কি বাঁশ দিয়ে দ্বীপের সাথে মাচা বেধে ঘরবাড়ি বানানো হয়েছে। মাঝে চলাচলা করছে ছোট ছোট নৌকা।
দ্বীপের সাথে নগরের যোগাযোগ মাধ্যম। একদিন দেখলাম, একটা ছোট ছেলে শন দিয়ে ভেলা বানিয়ে চলাচল করছে। তার যাত্রীও ছোট ছোট ছেলে মেয়ে। বেশ কয়েকদিন হলো একে আর দেখি না।
দ্বীপের পিছনে চোখে পড়বে গুলশানের বড় বড় সুন্দর উঁচু উঁচু বিল্ডিং।
জায়গাটা দেখতে বেশ সুন্দর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।