আমাদের কথা খুঁজে নিন

   

গুলশানের পিজা হাট থেকে বহুলালোচিত রাশেদুল - স্মৃতি জুটি গ্রেফতার - ৭দিনের রিমান্ডে

তারা বলে সম্ভব না, আমি বলি সম্ভাবনা

রাজধানীর জুরাইনে দুই সন্তানসহ মায়ের মৃতুর ঘটনার অন্যতম অভিযুক্ত রাশেদুল কবির ও রাজিয়া সুলতানা স্মৃতিকে ডিবি পুলিশ গুলশানের পিজা হাট থেকে গত রাত ৯টায় ডিবি পুলিশ তাদের গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, স্মৃতি অন্তঃসত্ত্বা বলে সতর্কতার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি পুলিশ আরো জানিয়েছে, স্মৃতি ও রাশেদুল ওই হত্যাকান্ড সম্পর্কে বিভিন্ন বিস্ময়কর তথ্য দিচ্ছে। এতবড় একটি ঘটনা ঘটানোর পরও কেউ এত স্বাভাবিক ভাবে চলতে পারে না দেকলে বিশ্বাস হয়না। সম্ভবত পিজা খাবার লোভেই স্মৃতি তার বয়ফ্রেন্ডকে নিয়ে পিজা হাটে গিয়েছিল।

তবে যারা এই মেয়েটিকে জানে, তাদের কাছে এটা স্বাভাকি ঘটনাই বলতে হবে। দুই সন্তানসহ মায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা যেদিন দেশের সবগুলো সংবাদমাধ্যম বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছিল, তার আগের ঠিক আগের দিন এক বন্ধুর সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম দৈনিক কালের কন্ঠ অফিসে। রিসিপশনে বসে অপেক্ষায় ছিলাম বন্ধুটির আসার। এ সময় শার্ট আর টাইট জিন্স প্যান্ট পড়ে সেখানে হাজির স্মৃতি (কিছুকাল সাংবাদিকতা করার সুবাদে মেয়েটিকে চিনতাম)। রিসিপশানে দায়িত্বপালন করা মেয়েটির সঙ্গে কোন একটি বিশেষ ডিজাইনের ড্রেস বানানোর বিষয়ে কথা বলছিল্।

তখনও জানতামনা, সে এতবড় ঘটনার ভিলেন। এমন অকৃতজ্ঞ, উচ্চাবিলাসী মানুষদের দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া উচিত। তবেই এই নিস্পাপ দুটি শিশু আর তাদের দু:খিনী মায়ের আত্মার শান্তি হবে। আরেকটি বিষয়: পসব ধর্মমতেই আত্নহত্যা করা মহাপাপ। এই মা ও তার শিশুদের পরিস্থিতিতে পড়ে কেউ যদি আত্মহত্যা করে, সেটাও কি মহাপপ বলে গন্য হবে? এটাতো হত্যারওই শামিল।

(ছবি: ডেইলি স্টার)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.