জন্মের আইলসা একটা পোলা ব্যাক্তিগত জীবনে আমি একজন গার্মেন্টস মার্চেন্টডাইজার । দৌড়ের উপরেই জীবনটা কেটে যাচ্ছিলো। ২০০৯ সালে বিশ্ববিদ্যালয় জীবনের এক সহপাঠী-কাম-বন্ধুর কাছেই শব্দটা প্রথম শুনলাম " এফিলিয়েট মার্কেটিং" ।
আইটি'র উপর সবসময়ই আমার আগ্রহ একটু বেশী। অফিসের ওয়েবসাইট তৈরি থেকে শুরু করে মার্চেন্টডাইজিং ডিপার্টমেন্টের অনেকগুলা সফটওয়্যার (শুধুই এক্সেল দিয়ে, শুধুমাত্র এক্সেল ব্যাবহার করে কতো বড় বড় সফটওয়্যার যে তৈরি করা যায়, সেটা এক্সপার্ট মাত্রই জানেন) তৈরিতেই আমি টিম মেম্বার ছিলাম।
বন্ধু কাম সহপাঠীকে বললাম, "আমারে বুঝা এইটা ক্যামনে কাজ করে? " বন্ধু দেখলাম এড়িয়ে গেলো আমার কৌতূহল বেড়ে গেলো (নিষিদ্ধ জিনিসের প্রতি সবারই আগ্রহ বেশী থাকে ) পরদিন অফিসে ঢুঁকে গুগোল মামুরে জিগাইলাম ! জিগাইতেই গুগোল মামু হড়বড় কইরা বইলা দিলো ক্যামনে কি । সপ্তাহ ধইরা আস্তে আস্তে বুঝতে থাকলাম। সপ্তাহশেষে সুক্কুরবারে যাইয়া বন্ধুরে পাকড়াও করলাম। পুরো এক সপ্তাহের জ্ঞান উগলাইয়া দিলাম বন্ধুতো পুরা টাসকি অফার দিলাম, "চল একসাথে শিখি, আর নিয়মিত আইডিয়া শেয়ার করি"। শিক্ষা লুকাইয়া রাখার জিনিস না।
এটা যতোই বিলানো হবে আর চর্চা হবে ততই দিন দিন বাড়বে। " বন্ধু দেখলাম আস্তে আস্তে নরম হৈলো ! তারপর থেকেই আমার এই পথচলা । চাকরির পাশাপাশি অবসর সময় (মার্চেন্টডাইজারদের আবার অবসর ) ছুটির দিনগুলাতে শিখতে লাগলাম।
২০১০ এ এসে সাহস একটু বাড়লো। প্রোমোশনের সুবাদে কাজের চাপ একটু কমলো এই সুযোগ !!! ঝাপিয়ে পড়লাম , ২ টা ওয়েবসাইট কিনে নিজেই একটু একটু করে টেস্ট করতে থাকলাম।
প্রায় ৫ মাস পর প্রথম সাফল্য আসলো, তারপর শুধুই এগিয়ে চলা । ভাবছি অফিসকে জানিয়ে দিবো আমি আর চাকরীটা করতে পারছি না । ৫ বছরের মার্চেন্টডাইজিং ক্যারিয়ার ছেড়ে দিতে অনেকটাই কষ্ট হবে। বুঝতে পারছি একটা বিশাল শূন্যতা আমাকে গ্রাস করতে চাইবে। কিন্তু এফিলিয়েট মার্কেটিংএর এই বিশাল জগতের কাছে এটা কিছুই না ।
বাংলাদেশে ইতিমধ্যে ALERTPAY চলে এসেছে, PAYPAL আসা এখন সময়ের ব্যাপার মাত্র। গতমাসেও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে PAYPAL এর মিটিং আমাদের আরও আশান্বিত করে ।
এফিলিয়েট মার্কেটিং একটা সমুদ্র, এ এক বিশাল জগত। বাংলাদেশের বেশীরভাগ মানুষের মধ্যেই অনলাইনে আয় সম্বন্ধে ধারণা খুবই খারাপ। কিছু টাউট বাটপার বিজ্ঞাপনে ক্লিক থেকে আয় আর এমএলএম (আমি বলি মলম ) ব্যাবসাকে অনলাইনের আয় আর নিজেদের ফ্রিল্যান্সার বলে যেভাবে মার্কেটিং করে, বাংলাদেশের অনেক সফল ফ্রিল্যান্সার নিজেদের মুখ লজ্জায় লুকিয়ে রাখে ।
তাই ভাবছি আগামীদিনগুলোতে এফিলিয়েট মার্কেটিং কি?? কীভাবে আপনি নিজেকে একজন সফল এফিলিয়েট মার্কেটার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারেন ?? এর ধাপ গুলি কি কি?? এই বিষয়গুলা নিয়ে সামুতে একটা ধারাবাহিক পোস্ট দিবো, বাকি আল্লাহ্ ভরসা ! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।