আমাদের কথা খুঁজে নিন

   

এফিলিয়েট মার্কেটিং (রিপোস্ট)

প্রযুক্তির সাথে সহবাস। -- প্রীতম এর বাংলা ব্লগ সহজ কথায় এফিলিয়েট মার্কেটিং হল অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এর পণ্য অনলাইনে বিক্রয় করা বা বিক্রয় করতে সাহায্য কারা। এটিকে অনেকে অনলাইন সেলস ম্যান বলতে চান। কিন্তু আমি ব্যক্তিগত ভাবে এর সাথে কিছুটা দ্বিমত পোষণ করি। কারন দুটো বিষয়ে কাজ মূলত একই হলেও এদের মধ্যে নীতিগত কিছু পার্থক্য রয়েই গেছে।

এদের মধ্যে মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটি হল পেমেন্ট বা বেতন এর দিক দিয়ে। একজন সেলস ম্যান মাসে একটি নির্দিষ্ট অঙ্কের বেতন পান। কম্পানি তার নিজের কোন পণ্য বিক্রি করতে পারুক আর না ই পারুক। আর অনলাইন সেলস ম্যান যদি তার কম্পানির কোন পণ্য বিক্রি করতে ব্যর্থ হন তবে আপনি কোন বেতন বা টাকাই পাবেন না। আর যদি আপনি আপনার মার্চেন্ট কোম্পানির পণ্য বিক্রি করতে পারেন তবে প্রতিটি পণ্য বিক্রির জন্য আপনাকে কম্পানি ঐ পণ্যের যে মূল্য তার ০৪-৭৫% পর্যন্ত নগদ অর্থ প্রদান করবে।

যা সাথে সাথে আপনার একাউন্টে জমা করে দেয়া হবে। কেন এফিলিয়েট মার্কেটিং করবেন ? যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন করেন কেন এফিলিয়েট মার্কেটিং করব? তবে এখানে আমার ২ টা উত্তর আছে। ১. টাকার জন্য। (অপ্রিয় হলেও সত্য যে বর্তমান যুগে টাকা ছাড়া আমাদের জীবন অচল) আর ২. ফান। ২ নং বিষয়টি বোঝাতে আমি “ফান” কথাটি ব্যাবহার করেছি।

তারন আমাদের অনেকেই আছেন যারা ভাল চাকরি করছেন বা আমার মত কোন না কোন কলেজ বা ভার্সিটির শিক্ষার্থী। যাদের কাছে আছে কিছু অলস সময়। আর এই সময়টাকে কাজে লাগিয়ে জারা নিজেরা কিছু করতে চায় তাদের কাছে ব্যাপারটি আসলেই “ফান” তথা মজার। এই কাজের মাধ্যমে তারা যেমন অনলাইনে ছড়িয়ে রাখা বিশাল জ্ঞান এর ভাণ্ডার এর সন্ধান পাবে। সাথে সাথে তারা তাদের অলস সময়টুকু কাজে লাগিয়ে বেশ ভাল অঙ্কের টাকা আয় করতে পারে।

আশা করা যায় কেউ একটু আমার এই ব্লগটি নিওমিত পড়লে সেদিন আর খুব বেশি দূরে নয় যেদিন কলেজ বা ভার্সিটির শিক্ষার্থীদের আর বাসা থেকে টাকা চাইতে হবে না। যেটা কেন জানি না সারা জীবনই আমার কাছে একটি লজ্জা জনক বিষয় বলে মনে হয়। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে কাল। নতুন পোস্ট নিয়ে।

এই পোস্ট বিসয়ে আপনার মতামত আমাকে আরো ভালো লিখতে সাহায্য করবে। ও আর একটি কথা এই ব্লগটিকে সবার মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে ভালো থাকুন। নিরাপদ থাকুন। প্রীতম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।