আমাদের কথা খুঁজে নিন

   

এ সমস্ত রাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ! ১.সে সারারাত আমাকে দেখেনি! সারারাত অনুরাগে তাই পাখি হয়। পাখি আর পতাকার মত দুদন্ড তাই বসে থাকে! সে বসে থাকে আমাকে না দেখে সারারাত - সমস্ত রাত্রি উড়ে যাওয়া পালকে জরি ঝরা হাত! ২.শোনো একটা নৌ ভ্রমনে তুমি জলপাখিদের নেমন্ত্রন করে দেখতে পারো ওরা জলের স্রোত খেয়ে বাঁচে - ওরা ঠিকই তলের মৎস্যাদি দেখে, নিজেদের আলোচনা জরুরী বিশেষে ঘুরিয়ে আনে পলকে। সেখানে স্থান নেয়, একআধদিন নৌভ্রমনের ব্যাপারও! ৩.কারো কারো আঙ্গুলে অসুখ থাকে! এ অসুখটা টিকিটে লিখে দিতে চায় জঙ্গলের কথা। গ্রহ আর বিগ্রহে সমস্ত মঙ্গল অপেক্ষা করে থাকে! যেমনটা মনোলোভা তোমাকে আমাকে মিতিন প্রেমে অসুস্থ্য করে রাখে অযথা! ৪.এ সমস্ত রাত আমি ইচ্ছে করে ডাকিনি! কেন আসে আগুন পালকের গায়ে দক্ষিনে যে সকল হাত জানালার পাজরে চেপে বসলো, তন্দ্রা পাতায়ে কারুকে আমি রাখিনি! ৫.রাত হাঁটুমুড়ে পড়ে থাকে; অপেক্ষা তার কোলের কাছে/যৌবন হেসে যায় পাথরের ঘুমে, নিদ্রা কি অঘুমে বাঁচে? ৬.চারকোনে দুরাত বিরহ প্লাবন/ আকাঙ্খা বদলে দিল ঘন বন এখন অন্ধকার! অন্ধ আঁধার তার চোখে/ এখন ঘুমের আগে পড়ে থাকে চোখ আগুন আলোকে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.