বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
ভেবেছিলাম কথা চালাচালির রাজনীতির দিন বোধ হয় শেষ হয়ে গিয়েছে। এটা একটা শুভ লক্ষনও ছিল বটে। কিন্তু বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে রাজনীতি আবার সেই আগের অবস্থায় ফিরে যাচ্ছে। অন্ততঃ এটা সত্য যে, কেউ-ই দেশের ভাল হোক এটা চায় না।
অন্ততঃ দেশের জন্য নিঃস্বার্থ ভাবে কোন কাজ করলো, এমনটা দেখা যায় না। কোন না কোন একটা ব্যাক্তিগত বা দলীয় স্বার্থ জড়িত থাকবেই প্রত্যেকটা কাজের পিছনে। ধিক...
কয়েকদিন আগে সংসদে আওয়ামী লীগের এক সংসদ সদস্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্য রাখতে গিয়ে বলেন, "শেরেবাংলা নগরে মাজারে জিয়াউর রহমানের লাশ নেই। থাকলে তিনদিনের মধ্যে তার ছবি দেখাতে হবে। না থাকলে শূন্য বাক্সটি তুলে পানিতে ফেলে দিতে হবে।
তিনি শেখ মুজিবুর রহমানকে হিমালয়ের সঙ্গে তুলনা করে বলেন, কোথায় বঙ্গবন্ধু আর কোথায় ছাগল’। "
তারই জবাবে, যুবদলের এক সদস্য, সংসদে আওয়ামী লীগ নেতার জিয়উর রহমানকে নিয়ে যে কটূক্তি করেছেন তার প্রতিবাদ জানিয়ে বলেন, "শাহাদাত্ লাভের পর জিয়াউর রহমানের লাশ চট্টগ্রাম থেকে উত্তোলনের সময় এবং ঢাকায় দাফন করার সময় সাংবাদিক, পেশাজীবী, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সামরিক বাহিনীর সদস্যসহ লাখো লোক উপস্থিত ছিলেন। তখন কেউই প্রশ্ন তোলেননি বাক্সে জিয়াউর রহমানের লাশ নেই। কিন্তু শেখ মুজিবের লাশ উদ্ধারের সময় স্পটে কেউ উপস্থিত ছিলেন না। কেউ ইন্নালিল্লাহি পড়েননি।
তাদের নেতা মালেক উকিল বলেছিলেন ফেরাউনের মৃত্যু হয়েছে। এখন শেখ পরিবারের কেউ লাশ দেখতে না পারার বেদনা থেকে জিয়াউর রহমানের লাশ ছিল না বলে সান্ত্বনা পেতে চান। আসলে টুঙ্গিপাড়ায় মাজার কমপ্লেক্সে শেখ মুজিবের লাশ নেই। শেরেবাংলা নগরের মাজার কমপ্লেক্সে জিয়াউর রহমানের লাশ আছে। এতে সন্দেহ প্রকাশের কিছু নেই।
"
সংসদে এমন জঘন্য উক্তি করে রাজনীতির মাঠকে উস্কে দেয়া ঠিক হয়নি। আর সেই কথাই জন্ম দিয়েছে আরেক জঘন্য কথা। মূলতঃ আওয়ামীলীগের পক্ষ থেকে এমন কথা প্রথমে বলা উচিত হয়নি। এগুলো রাজনৈতিক দৈন্যতার প্রতিফল মাত্র। আপনাদের স্বনির্ভশীলতা কি এতই কমে গেছে যে, এই সময়ে এসে এমন কথার অবতারনা করেন? আপনাদের সো-কল্ড রাজনীতির উপাদানের ভান্ডার কি শূন্য? বাংলাদেশের মানুষ কি আপনাদের এই জন্য ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে? জনগনের ট্যাক্সের টাকায় কেনা বিদ্যুত দিয়ে আলোকিত, শীতাতপ নিয়ন্ত্রিত সংসদ কক্ষ কি আপনাদের নোংড়া কথা বলার জন্য?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।