একসময় দেখলাম, সবই কল্পনা, বাস্তবতায় শূন্য পৃথিবী। চারিদিকে সন্দিগ্ধ পুলিশ, আসেপাশে নিঝুম! কে জানে কে কখন, হয়ে যাবে গুম! গণতন্ত্র সে তো আর গণতন্ত্র নয়, রাজতন্ত্রের আড়ালে জমে থাকা ভয়! সাবধান, এখানে রাস্তার ওপারে পড়ে আছে লাশ, পুলিশের লোকজন করে হাসফাস! হারিয়ে গেছে চেনা-জানা লোক, আঁধারের তলে আলোর যত শোক! সাবধান, এখানে পঁচে আছে বিক্ষত মানবতা, বেয়োনেটের আড়ালে খেলে আমাদের স্বাধীনতা! সবে কুড়িয়ে পেয়েছে সে মুক্তোর মালা, এখানেই হয়ে যাবে তার চেতনার সিলগালা! সাবধান, এখানে কথাবলা বারণ, সমুদ্রের গর্জনে গর্জেছে রাবণ! নিয়তির বুকে বসে বসে কাটে ডাক্তার, আনমনে, অজান্তে, অশান্তিতে ছেড়া ছেড়া লাশ তার! কালো পোশাকের সান্ত্রী পুরুষ, এই কবির পাশে এসে দাঁড়ায় তাকে বলে এবার থামো! এখানে কথা বলা বারণ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।