এখানে আমার অনেক স্বপ্ন
প্রতিদিন দোল খায়-
বাতাসের দোলনায় ;
এখানে আমার কথার কাব্য
ছন্দের সুর পায়-
সবুজের জানালায় ।।
আমিতো চিনিনা ফুলের গন্ধ,
ফুলেরা আমায় চিনে-
অচেনা সুবাসে হৃদয় ভরেছি
বাঁধা আছি তাই ঋণে।
এখানে আমার আবেগের নদী
ঢেউ তুলে ছুটে যায়-
সুশীতল মোহনায় ।।
আমিতো খুঁজিনা পাখির ছন্দ,
পাখিরা আমায় খোঁজে-
তাদের ভাষাটা বুঝিনা, তারাতো
আমার ভাষাটা বোঝে।
এখানে আমার প্রাণের বাঁশরী
সাহসের গান গায়-
সুবিমল আঙিনায় ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।