আমাদের কথা খুঁজে নিন

   

অস্ত্রোপচারে জিপিএস পদ্ধতি

এ শহর ছেড়ে আমি পালাব কোথায় ধরুন, আপনার প্রিয় কোনো মানুষ শুয়ে আছেন অপারেশন টেবিলে। সাইনাসের যন্ত্রণা থেকে মুক্তি দিতে একটু পরেই তার একটি অপারেশন করা হবে। কিন্তু আপনি খুব ভয় পাচ্ছেন। ভয় পাচ্ছেন তিনিও। দু’জনই ভাবছেন—অপারেশন করতে গিয়ে ডাক্তার আবার মুখমণ্ডলের কোনো নার্ভ কেটে ফেলবেন না তো! আপনার ভয়টা হয়তো অমূলক নয়।

অপারেশনের সময় ছোট্ট একটা ভুলই হয়ে উঠতে পারে অনেক বড় বিপদের কারণ। তবে আজ আপনার জন্যই সুসংবাদ এনেছে বিজ্ঞান। ডাক্তাররা জানিয়েছেন, অপারেশন আরও নির্ভুল ও নিখুঁত করার জন্য অপারেশন থিয়েটার বা ওটিতে ব্যবহার করা হবে এক ধরনের ক্যামেরা। ওই ক্যামেরায় ধারণ করা ছবিগুলো হবে থ্রিডি আকারের। ওটিতে নতুন এই প্রযুক্তি যোগ করার ফলে আপনার শরীরে মাংসের আড়ালে থাকা সূক্ষ্ম নার্ভ, হাড়ের পুরুত্ব, ব্লাড ভেসেলের আকার—সবকিছুরই থ্রিডি ছবি ভেসে উঠবে কম্পিউটারের মনিটরে।

আর পর্দার থ্রিডি ইমেজ দেখে ডাক্তাররা আগেই বুঝে যাবেন, কোথায় আছে নার্ভ আর কোথায় বা ব্লাড ভেসেল। ফলে ভুলের আশঙ্কা কমে যাবে অনেকটাই। অপারেশন টেবিলের ওপরে থাকবে দুটো ‘ইনফ্রারেড ক্যামেরা’। আর রোগীর শরীরে লাগানো থাকবে একটি বিশেষ রিসিভার। অপারেশনের প্রতিমুহূর্তের ছবি ধারণ করবে ক্যামেরাগুলো।

ধারণকৃত ছবিগুলো দেখার জন্য অপারেশন টেবিলের চারপাশ ঘিরে থাকবে পাঁচটি মনিটর। এর মধ্যে মাঝখানের মনিটরটি হবে সবচেয়ে বড়। এসব মনিটরের একটিতে দেখা যাবে ন্যাভিগেশনের চিত্রগুলো। অর্থাত্ অপারেশনটা কোন দিক থেকে কোন দিকে যাবে, কতটুকু কাটা হবে—এসব তথ্য। আর আরেকটি মনিটরে দেখানো হবে অপারেশন চলতে থাকাকালীন ছবিগুলো।

অর্থাত্ কোন দিক থেকে কোন দিকে কাটা হচ্ছে, কতটুকু কাটা হচ্ছে ইত্যাদি দেখা যাবে সেই মনিটরে। এখানেই শেষ নয়, অপারেশন চলতে থাকার সময়, অপারেশনের জন্য নির্ধারিত জায়গা ছেড়ে কোনো সার্জন যদি ভুল করে অন্য কোনো দিকে চলে যেতে থাকেন, তাহলে সঙ্গে সঙ্গেই বেজে উঠবে একটি অ্যালার্ম। আর স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে আসবে অপারেশন যন্ত্রটি। ক্যামেরা, মনিটর ও সেন্সর—এই তিনটির সাহায্যে ভবিষ্যতের অপারেশন থিয়েটার হয়ে উঠবে আরও বেশি নিরাপদ ও নির্ভুল। গ্লোবাল পজিশনিং সিস্টেমস বা জিপিএস পদ্ধতিকে কাজে লাগিয়ে একটি গাড়ি তার ন্যাভিগেশন বা দিকনির্দেশনার কাজ করে।

মানচিত্র ও গাড়ির অবস্থানের হিসেব করে চালককে পথ চিনিয়ে দেয় ন্যাভিগেশনের স্বয়ংক্রিয় যন্ত্রটি। রাস্তা ভুল করলে বারবার দিয়ে থাকে সতর্কতা সঙ্কেত। আধুনিক প্রযুক্তির সমন্বয় করে নিজেদের অপারেশন থিয়েটারগুলোকে আরও বেশি নিখুঁত করে তোলার চেষ্টা করছে জার্মানির লাইপজিগে অবস্থিত ইন্টারন্যাশনাল রেফারেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার ফর সার্জিকেল টেকনোলজি (আইআরডিসি)। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।