আমাদের কথা খুঁজে নিন

   

অস্ত্রোপচারে পেট থেকে বেরুলো ইয়াবা ট্যাবলেট



চট্টগ্রামে এক ব্যক্তির পেট থেকে দেড় হাজার ইয়াবা ট্যাবলেট বের করেছেন চিকিৎসকরা। বুধবার নগরীর গোলপাহাড় এলাকায় সিএসসিআর নামের একটি বেসরকারি হাসপাতালে তার পেটে অস্ত্রোপচার করা হয়। পুলিশ তাকে আটক করেছে। বুলু মিয়া (৪৪) নামের ওই ব্যক্তি কক্সবাজারের চকরিয়া উপজেলার মকবুল আহমেদের ছেলে পরিচয় দিলেও পুলিশের ধারণা তিনি আসল পরিচয় গোপন করেছেন। বুলু মিয়া চিকিৎসকদের বলেন, তার পেটে খুব ব্যথা।

ওখানে কিছু একটা আছে। অস্ত্রোপচার করে বের করতে হবে। বুধবার সন্ধ্যায় অপারেশন করে তার পেটের নিচের অংশ থেকে ট্যাপ মোড়ানো সাত ইঞ্চি লম্বা একটি বস্তু বের করা হয়। ওটা খুলে চিকিৎসকরা গোলাপী রংয়ের কিছু ট্যাবলেট পান। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তারা রাত ৯টার দিকে বিষয়টি পাঁচলাইশ থানা পুলিশকে জানান।

পুলিশ এসে ট্যাবলেটগুলোকে ইয়াবা ট্যাবলেট বলে সনাক্ত করে। চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, সম্ভবত পায়ুপথ দিয়ে ট্যাবলেটগুলো পেটে ঢোকানো হয়েছে। পুলিশের ধারণা, পাচারের উদ্দেশ্যে কক্সবাজার থেকে এই ট্যাবলেটগুলো এনে থাকতে পারে এই ব্যক্তি এবং তিনি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা হতে পারেন বলেও পুলিশ ধারণা করছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।