আমাদের কথা খুঁজে নিন

   

জসীমউদ্ দীন

আমাদের দেশ আমাদের সম্পদ জসীমউদ্ দীন বাংলাদেশের খাঁটি কবি। তাঁর কাব্যে পূর্ব বাংলার পল্লীজীবনের নৈসর্গিক চিত্র-তার স্বাভাবিক মাধুর্যে ফুটে উঠেছে। বাংলার পল্লী-সঙ্গীতের সুরে রচিত তাঁর গানগুলি এদেশের অধিবাসীদের মনকে মাতিয়ে তোলে। তাঁর এইসব গানের মধ্যে বাংলার পল্লী গ্রামের সহজ-সরল প্রাণের সুরটিই উঠে এসেছে-খুব সহজে। সে কারণে তিনি পল্লীকবি হিসেবে সমধিক পরিচিত।

ছাত্রজীবনেই তাঁর কবি-প্রতিভার বিকাশ ঘটে। কলেজে অধ্যয়নকালে ‘কবর’ কবিতা রচনা করে অসাধারণ খ্যাতি অর্জন করেন। গ্রামীণজীবনের নিখুঁত চিত্র তাঁর কবিতায় কুশলতার সাথে অঙ্কিত। এ-অঙ্কনরীতিতে আধুনিক শিল্প-চেতনার ছাপ সুস্পষ্ট। পল্লীকবির এই জীবনচরিত, বেড়ে ওঠা ও সাহিত্য-সাধনা দক্ষতার সঙ্গে সহজ ও সাবলীল ভাষায় বর্ণনা করেছেন কবি ও প্রাবন্ধিক আহমেদ ফিরোজ।

তৎসঙ্গে রচনা নিদর্শন হিসেবে কবির নির্বাচিত ২০টি গান ও কবিতা সংযুক্ত হয়েছে-যা জসীমউদ্ দীন-পাঠে আগ্রহী পাঠকদের পাঠযাত্রাকে আরো সম্পন্ন করবে। জসীমউদ্ দীন; জীবনীগ্রন্থ; প্রকাশকাল : একুশে বইমেলা, ফেব্রুয়ারি ২০০৯; প্রকাশক : কথাপ্রকাশ; প্রচ্ছদ : সব্যসাচী হাজরা; মূল্য : ৭০ টাকা সূত্র : http://rokomari.com/book/64649 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।