আমাদের কথা খুঁজে নিন

   

জসীমউদ্‌দীন (মুক্তিযোদ্ধা)

"অবশ্যই আমার নামাজ আমার এবাদাত আমার জীবন আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহর জন্যে। "

আমি একজন মুক্তিযোদ্ধা, মৃত্যু পিছনে আগে, ভয়াল বিশাল নখর মেলিয়া দিবস রজনী জাগে। কখনো সে ধরে রেজাকার বেশ, কখনো সে খান-সেনা, কখনো সে ধরে ধর্ম লেবাস পশ্চিম হতে কেনা। কখনো সে পশি ঢাকা-বেতারের সংরক্ষিত ঘরে, ক্ষেপা কুকুরের মরণকামড় হানিছে ক্ষিপ্ত স্বরে। আমি চলিয়াছি চির-নির্ভীক অবহেলি সবকিছু নরমুন্ডের ঢেলা ছড়াইয়া পশ্চাত-পথ পিছু।

ভাঙিতেছি স্কুল ভাঙিতেছি সেতু স্টিমার জাহাজ লরি, খান-সৈন্যরা যেই পথে যায় আমি সে পথের অরি ওরা ভাড়া-করা ঘৃণ্য গোলাম স্বার্থ-অন্ধ সব, মিথ্যার কাছে বিকাতে এসেছে স্বদেশের বৈভব। আমরা চলেছি রক্ষা করিতে মা-বোনের ইজ্জত, শত শহীদের লোহুতে জ্বালানো আমাদের হিম্মত। ভয়াল বিশাল আঁধার রাত্রে ঘন-অরণ্য ছায়, লুণ্ঠিত আর দগ্ধ গ্রামের অনল সম্মুখে ধায়। তাহারই আলোতে চলিয়াছি পথ, মৃত্যুর তরবার, হস্তে ধরিয়া কাটিয়া চলেছি খান-সেনা অনিবার। এ সোনার দেশে যতদিন রবে একটিও খান-সেনা, ততদিন তব মোদের যাত্রা মুহূর্তে থামিবে না।

মাঠগুলি পুনঃ ফসলে ফসলে পরিবে রঙিন বেশ, লক্ষীর ঝাঁপি গড়ায়ে ছড়ায়ে ভরিবে সকল দেশ। মায়ের ছেলেরা হবে নির্ভয়, সুখ হাসি ভরা ঘরে, দস্যুবিহীন এ দেশ আবার শোভিবে সুষমা ভরে। ঢাকা, ৬ই জুলাই, ১৯৭১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।