স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার। ... ভবিষ্যতের বাংলা কী হবে সেইটা তো বর্তমানের বাংলাই। আমরা যখন চেষ্টা করতেছি মুখের ভাষা নিয়া আসতে তখন যখন সলিম ভাই সেইসব ব্যাপারে কিছু না বইলা জসীমউদ্দীনরে দিবালোকে নিয়া আসেন তখন উনি একসঙ্গে দুইটা কাজ করেন। এক. উনি আমাদের বলেন, আপনেরা জসীমউদ্দীনের লাইনে আসেন।... দুই. ভাষার লাটাইখানি ভদ্রলোক জনসাধারণের জন্যই বহাল রাখেন সলিমুল্লাহ ভাই।... লিংক: http://bit.ly/nWAW7g
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।