আমি একজন অতি সাধারণ মানুষ। জীবনের ইচ্ছা বা স্বপ্ন বা ভাবনা গুলি হয়তো বা কোনদিন বাস্তবে রূপান্তরিত করতে পারবো না তাই ব্লগ লিখে আমি আমার ইচ্ছা /স্বপ্ন/ ভাবনা গুলো প্রকাশ করি। ইদানিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য নিন্মোক্ত যোগ্যতা দরকার
১। SSC ও HSC উভয়েই ৪.৫ বা ৪(৫ এর মধ্যে) লাগবে।
২।
অনার্স ও মাষ্টার্স উভয়েই ৩.৫(৪ এর মধ্যে) লাগবে।
আমার কথা হলো যে, উপরে যে যোগ্যতা চেয়েছে তাতে আমার কোন আপত্তি নেই। তারপরও আমার কি কথা আছে
### বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় SSC ও HSC উভয়েই ৩.৫ হলেই হবে। তার মানে হলো তাদের বেশি টাকা উপার্জনের জন্য এই বিজ্ঞপ্তি দেয়। যদিও প্রতি বছর GPA মান পরিবর্তন হয়।
### একটি ছেলে বা মেয়ে SSC ও HSC results দিয়ে সে তার যোগ্যতাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয় বা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা মেডিকেল বা অন্যান্য প্রতিষ্ঠান ভর্তি হয়। তার মানে SSC ও HSC results দিয়ে সে তার লক্ষে পৌছে যায়।
তাই চাকরিদাতাদের প্রতি আমার আকুল আবেদন এই চাকরী বিজ্ঞপ্তি গুলোতে যেন SSC ও HSC results এর তেমন বেশি গুরুত্ব না দেওয়া হয়। তাছাড়া SSC ও HSC পড়ার বিষয় গুলো চাকরি ক্ষেত্রে তেমন ব্যনহার হয় না।
*** একটি ছেলে বা মেয়ে জানে যে SSC ও HSC results খারাপ করলে কি ক্ষতি হয়।
জীবনে সোনার হরিণ চাকরি পাওয়ার ক্ষেত্রে SSC ও HSC results যেন কাল হয়ে না দাঁড়ায়। অনার্স ও মাষ্টার্সের ক্ষেত্রে আপনাদের ইচ্ছা মতে চাইতে পারেন কারণ একটি ছেলে বা মেয়ে অনার্স ও মাষ্টার্সের সময় সে তার ভালো মন্দো বুঝতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।