ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস, আমাদের দিন যায়, দুঃখে আমাদের ঝরে জল, চোখে আমরা তো পুড়ে মরি, আগুনে আমাদের আহাজারি, কে শুনে? আমাদের ছেলে ধরে, র্যাব যম আমাদের মেয়ে হারায়, সম্ভ্রম আমাদের পিতা মাতা অসহায় আমাদের জান মাল নিঃসহায়। শান্তিতে তোমাদের দিন যায় সুখ পাখি তোমাদের বীণ গায় তোমাদের স্থান অতি উপরে তোমরা কাটাও দিন সু-পড়ে। তোমাদের আছে কত সাহারা র্যাব দেয় দিন রাত পাহারা তোমাদের কাছে আছে ক্ষমতা আর আছে ক্ষমতার মমতা। ক্ষমতাতো চিরকাল থাকে না চৈত গেলে কোকিলেও ডাকে না একদিন ফস্কিবে পা-টা-রে তখন থাকবে পড়ে গাটারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।