আর ভালোলাগে চাঁদনী রাত ......
মন্ত্রীসভায় পুরানো কারই স্থান হয়নি। এজন্য কমবেশী সকলেই খুশী আবার কিছুটা হলেও শংকিত। এই শংকার পেছনে কতটুকুন যুক্তিআছে তা প্রনিধানযোগ্য। যে সকল পুরানো রাজনীতিবিদগণ ক্ষমতার শীর্ষ পদটিতে আরোহণ করতে পারেনি তারা সবাই যথেষ্ট পূরাণো এবং কমবেশী সবাই ছাত্র রাজনীতি এবং স্থানীয় (এলাকার) রাজনীতিতে যথেস্ট প্রভাবশালী। এনাদের কেউ কেউ আবার সংস্কারপন্থী আবার কারও কারও আচরণ প্রশ্নসাপেক্ষ।
দলীয় সিদ্ধান্তের বাইরে কেহই নন্ এমতাবস্থায় হয়ত তারা নাখোশ হয়ে চুপ মেরে গেছেন কিন্তু তাদের ব্যক্তিচরিত্র এতটাই রহস্যময় যে এনাদের বিশ্বাস করতে আমাদের ভয় হয়। এখন এই সকল রাজনীতিবিদগন যদি নিজেরাই নীরব চ্যান্জেলার হয়ে যান হবে আতুড়ঘরেই সকল সম্ভাবনার মৃত্যু হবে। আমাদের দেশের অবস্থা যা তাতে বর্তমান সরকারের প্রতিপক্ষ বিরোধীদল। বিরোধীদল সর্বদাই নানাভাবে সরকারের সামনে প্রতিপক্ষরূপে আবির্ভুত হয় (অতীতে দেখা গেছে)। দেশ ও রাষ্ট্রের প্রয়োজনে সরকারের সমালোচনা এবং কর্মসূচী গ্রহণের পরিবর্তে সংঘাতের সূচনা করতেই আমরা অধিকতর পারদর্শী।
২/১ দিন পূর্বে বিএনপির ঘোষনা ছিল "সরকার যদি ১০ টাকা সের দরে চাল ও বিনামূল্যে সার বিতরন না করে তবে রাজপথেই তা আদায় করা হবে"। অর্থাৎ ধরেই নেওয় যায় যে বিএনপি রাজপথে আন্দোলন করার চিন্তা ভাবনা করছে। আর তা যদি হয় তাহলে সংসদের চেয়ে রাজপথই বেশী গরম থাকবে। এক্ষেত্রে পরাজিত বিভিন্ন রাজনৈতিক নেতারা বেশী খূশী হবেন কেননা তারা জনগনের জন্য লড়বেন বলে দাবী করেন (কারণ নির্রজ্জ এই সকল নেতারা এহেন পরাজয়ের মাত্র ২/১ দিনের মধ্যেই মিডিয়াতে আবির্ভত) আবার সংসদে তাদের সুযোগ নেই -- অন্তত আগামী ৫ বছর। এই সকল নেতারা তাদের ব্যক্তি স্বার্থে - পুত্র রক্ষার্থে - ক্যাডার পোষার্থে বিভিন্ন অন্তর্ঘাতে ব্যাপ্ত হবেন।
ঠিক এই সময়ে যখন সকলের সম্মিলিত প্রয়াসই পারে আমাদের স্বস্তি দিতে ঠিক তখন তারা আমাদের শুরু হুমকি ধমকির দিচ্ছেন।
অতীত এবং নিকট অতীত থেকে দেখা যায় আমাদের রাজনীতিবিদগনের অধিকাংশই (সকল দলের) ব্যাক্তিস্বার্থেই রাজনীতি করেন। সেক্ষেত্রে বর্তমান মন্ত্রীসভা থেকে বাদ পড়া রাজনৈতিকনেতাদের কেউ কেউ যদি উল্টো চলেন (নিভৃতে) অথবা তাদের ক্যাডার বাহীনি নিয়ন্ত্রন না করে সবার অলেক্ষ্য পিঠ চাপড়ে দেন তাহলে অবাক হওয়ার কিছুই থাকবেনা। কেননা সকল পট পরিবর্তনেই তাদের লাভ থাকে। সেক্ষেত্রে কি হবে? নতুন মুখনিয়ে গঠিত এই সরকারের পক্ষেকি সম্বব হবে ঘরে-বাইরে-বাজারে এত শত্রুমোকাবেলা করা?
আমার উপরের ধারণাগুলো আমাকে যন্ত্রনা দিচ্ছে বলেই লিখলাম কোনো বিতর্কের জন্য নয়।
কেননা আমার জানি এমন নেতা (তেনা) আছেন যারা সব কিছুই পারেন ও করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।