আত্মোন্নয়ন মূলক প্রবন্ধ, কবিতা, অনুবাদ
W.B. Yeats
W.H. Auden
I
গভীর শীতে তিনি চলে গেলেন
জমে গিয়েছিল ছোট নদীগুলো, এয়ারপোর্ট প্রায় খালি।
পাবলিক মূর্তিগুলো বরফে হয়েছিল বিকৃত;
মুমূর্ষু দিনের মুখে নীচে নেমে গিয়েছিল পারদ।
যে যন্ত্র আমাদের কাছে ছিল তাতে ধরা পড়েছিল
তার মৃত্যুর দিনটি ছিল অন্ধকার শীতল।
তাঁর অসুস্থতার বাইরে
নেকড়েরা ছুটে চলে চির সবুজ অরণ্যে
বিলাসী তরীরা পারেনা প্রলুব্ধ করতে কিষান নদীকে
শোকাহতরা কবির মৃত্যুকে করেছে আড়াল
তাঁর কবিতা থেকে।
বিকেলটা ছিল তাঁর জন্য শেষ এবং নিজেও
বিকেলটা ছিল সেবিকাদের আর গুজবের;
বিদ্রোহী হয়েছিল দেহের বিভিন্ন অঞ্চল।
মনের আকাশ আস্তে আস্তে হচ্ছিল ফাকা
নীরবতা গ্রাস করছিল প্রান্তকে;
অনুভূতির স্রোত থেমে গেলে
সে হয়ে পড়লো একান্ত গুণগ্রাহীদের।
এখন সে ছড়িয়ে পড়েছে সহস্র শহরে
অপরিচিত অনুভূতি এখন তাঁকে ছুঁতে চায়;
অন্যকোন বনে সে পেতে চায় সুখ
শাস্তিও পায় বিদেশী সব বিবেচনায়।
মৃত মানুষের কথা চর্বিতচর্বণ হয়,
অন্যরুপ পায় মানুষের পেটে।
কিন্তু আগামী কালের হৈ চৈ আর প্রয়োজনে
শেয়ার বাজারে ব্রোকারে পশুর ন্যায় চীৎকার
গরীবের সয়ে যাওয়া কষ্টে
নিজের মধ্যে বন্দী হাজারো লোকেরা
কমই ভাববে দিনটি ছিল বিশেষ।
যে যন্ত্র আমাদের কাছে ছিল তাতে ধরা পড়েছিল
তার মৃত্যুর দিনটি ছিল অন্ধকার শীতল।
II
তুমি ছিলে আমাদের মতো সাধারণ, তোমার দান কিন্তু রয়ে গেল;
রমণীর দৈহিক সৌন্দর্য যেমন লোপ পায়, তেমনি তুমি।
পাগল আয়ারল্যান্ড তোমাকে আঘাত করেছিল
এখন সে পাগলামি আর আবহওয়া নিয়ে আছে;
কবিতা পারেনা কিছু বদলাতে
সেই শহর যে মনে করেছিল মরে যাবে তুমি ছাড়া
দিব্যি টিকে আছে, এ রকমই হয়।
III
পৃথিবী গ্রহণ করো সম্মানিত অতিথিকে
উইলিয়াম ইয়েটস শুয়ে আছে শান্তিতে
আইরিশ তরী পড়ে থাক
খালি হয়ে কবিতা বিহীন।
অন্ধকার দুঃস্বপ্নে ঘেউ ঘেউ করে
ইউরোপের সব কুত্তা
বর্তমান অপেক্ষমান জাতিগুলো
হচ্ছে বিভক্ত তীব্র ঘৃণায়।
বুদ্ধিবৃত্তিক অপমানের ছাপ
রয়েছে প্রতিটি মানব মুখে
করুণার সাগর রয়েছে পড়ে
তালাবন্ধ ও জমাটবদ্ধ সকলের চোখে।
অনুসরণ করো কবি অনুসরণ করো
সোজা রাতের গভীরে
তোমার বাধাহীন কণ্ঠ
এখনো আমাদের উচ্ছোসিত করে।
কাব্যের খামারে
বানাও অভিশাপের সরাব
গাও মানবতার ব্যর্থতা
দুঃখের মূর্ছনায়।
হৃদয়ের মরুভূমিতে
শুরু হোক নিরাময়ী ঝর্ণা
তাঁর সময়ের কারাগার
শিখাবে মুক্ত মানবের
করতে প্রশংসা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।