আমাদের কথা খুঁজে নিন

   

জর্জ ডব্লিউ বুশ এবং কিছু সাংসারিক কথা

মন বসে না পড়ার টেবিলে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বই লিখেছেন। 'ডিসিশন পয়েন্টস' নামের বইটি প্রথাগত স্মৃতিকথা নয়। তিনি জানিয়েছেন, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার প্রেক্ষাপট তিনি তুলে ধরেছেন এতে। প্রকাশনা সংস্থা ক্রাউন পাবলিশার্স গত শনিবার বইটির প্রচ্ছদ প্রকাশ করে। ক্রাউন জানায়, ৯/১১-এর হামলা, ২০০০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মতো গুরুতর বিষয়ের পাশাপাশি মদ্যপান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত, পারিবারিক সম্পর্ক এবং আরো অনেক ব্যক্তিগত বিষয়ও স্থান পাবে এই বইয়ে।

হোয়াইট হাউস ছেড়ে আসার পর বুশ প্রেসিডেন্ট থাকার সময় নিয়ে কোনো সাক্ষাৎকার দেনটি বা বক্তব্য রাখেননি। তার পরিবর্তে তিনি পুরো সময় দিয়েছেন এই বই লেখায় বলে দাবি করেছেন প্রকাশক। বইটির প্রথম খসড়া ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। সম্পাদনা চলছে। ভুল স্বীকার করেন না বলে প্রেসিডেন্ট হিসেবে বুশের একটা বিশেষ পরিচিতি ছিল।

তবে প্রকাশনা সংস্থাটি বলছে, সততার সঙ্গে ও সরাসরি নিজের দোষ-ত্রুটি নিয়ে লিখেছেন তিনি (ভূতের মুখে রাম নাম!!) । তথ্যসূত্র : দৈনিক কালের কন্ঠ বুশের কথা তো অনেক হল । এবার সাংসারিক কথায় আসি । কথায় আছে না পেয়াজ কিনতে গেলে রসুন কেনার কথা মনে পড়ে । তেমনি বুশের জীবনীগ্রন্থের কথা শুনে আমার মনে পড়ে গেল আমার বাথরুমের টয়লেট পেপার ফুরিয়ে গেছে


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.