কি লিখি তোমায়
:মার্কিন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আবার সংবাদের শিরোনামে....
তাঁর আমলেই নিউইয়র্কে টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ তিনিই শুরু করেন।
এবার তিনি সংবাদের শিরোনাম হয়েছেন একটু অন্য কারণে।
সম্প্রতি দুই সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশ ভূমিকম্প বিধ্বস্ত ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতি পরিদর্শন করেন।
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে দুর্গত মানুষের একটি শিবির পরিদর্শন করছেন- ওই শিবিরের দুর্গত এক ব্যক্তি করমর্দন করেন জর্জ বুশের সঙ্গে।
কিন্তু এতে আগ্রহ নেই বুশের। তার পরও করমর্দন করতে হয়। এরপর বুশ করমর্দন করা তাঁর হাত মুছছেন পাশে থাকা ক্লিনটনের শার্টে।
তাঁদের এই সফর নিয়ে You Tube জনপ্রিয় সার্চ ইঞ্জিনে একটি ভিডিও ফুটেজ প্রচারিত হচ্ছে।
You Tube টি ০.৩৯ সেকেন্ডের ।
০.১০ থেকে ০.১৬ সেকেন্ডের মধ্যে এই দৃশ্য দেখা যাবে.............
http://www.youtube.com/watch?v=0oHOUnQ0gYI
সুত্র :http://www.eprothomalo.com/index.php?opt=view&page=10&date=2010-03-26
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।