আমাদের কথা খুঁজে নিন

   

গতকালের হরতালের ছবি দেখে বুঝুন দেশ কেমন আছে?????

নিজে শিখি ও অপরকে জানাই হরতাল চলাকালে গতকাল মহাখালীতে আম্বুলেঞ্চে ইট নিক্ষেপ ! চিন্তা করেন এবার, একজন মারা যাচ্ছে তাকে হাস্পাতালে নিতে বাঁধা ! হরতালে কি অসুস্থ বা মারা যাওয়া নিষেধ ????????? হরতাল চলাকালে নয়াপল্টনে পুলিশের টহল । দেখেন টহলের অবস্থা, এ যেন মশা মারতে কামান দাগা !!! সচিবালয়ে গতকাল ককটেল নিক্ষেপ !!! বিস্ফোরণ স্থল পরিদর্শন করছেন বোমা নিষ্ক্রিয়করন দলের সদস্যরা । দেশের নিরাপত্তার অবস্থা ভাবেন একটু ! উপরের ছবিতা দেখে মনে একটা প্রশ্ন জাগিল , সরকারি বা বেসরকারি দলের কেউ কি হরতালে অসুস্থ হয়না???? বাঘে-মহিষে লড়াই হয় আর উলু খাগড়ার প্রান যায়, ছবিটা দেখে কি এ রকম কিছু মনে হয়? আমি আর কি বলব, ছবিই তো কথা বলছে , আপনারা শুনতে পাচ্ছেন কি??????????? ভালো করে দেখুন তো, ছবিটা চিনেছেন ? হ্যাঁ, স্বৈরাচার পতনের আন্দোলনে যে অগ্রনী ভুমিকা রেখেছিল এ সেই নুর হোসেনের প্রতিকৃতি । নুর হোসেন কি আবারও জাগার অপেক্ষায়???  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।