আমাদের কথা খুঁজে নিন

   

গতকালের মতো এই পোস্টটিও কি নিষিদ্ধ করা হবে?

কবিতা ও যোগাযোগ

আমি কি নিষিদ্ধ? গতকাল আমি কুষ্টিয়ার ডা. গোলাম রহমান নামের অখ্যাত ব্যক্তির লালন-অনুরা গনয়ে একটা পোস্ট লিখেছিলাম। তিনি ছিলেন কুষ্টিয়ার তৎকালীন মহকুমা প্রশাসক অন্নদাশঙ্কর রায়ের করণিক। তিনিই প্রথম লালন আখড়ার ছাউনি দিয়েছিলেন। তাঁর সংগ্রহ করা ৭টি গান অন্নদাশঙ্কর রায়ের ‌‌'লালন ও তাঁর গান' নামের গ্রন্থে স্থান পেয়েছে। মনীষীতুল্য এই ব্যক্তি সম্পর্কে আমি কিছু তথ্য পাই ডক্টর আবুল আহসান চৌধুরীর কাছ থেকে।

ওই তথ্যের উপর ভিত্তি করে একটি প্রবন্ধ লিখি '‌কুষ্টিয়ার ডা. গোলাম রহমান : লালন-অনুরাগীর সন্ধানে' নামে। পোস্টটি প্রথম পাতায় ছিল (যেহেতু এখনও আমি নিরাপদ ব্লগার)। কিন্তু মিনিট খানেক পরেই দেখি ওটি নেই। প্রথম পাতায় তো নেই-ই আমার ব্লগেও নেই। ভাবলাম আমার কোনও অজ্ঞতার কারণে কোথাও ক্লিক করার কারণে ওটি ডিলিট হতে পারে।

তাই কষ্ট করে আবার পোস্ট করি। কিন্তু তথৈবচ! এখন আমার প্রশ্ন লালনের নাম থাকার কারণে কি পোস্টটি নিদ্ধি করা হয়েছে। নাকি তপন বাগচীর কারণে নিষিদ্ধ হয়েছে? বিষয়টি পরিষ্কার করার জন্য ব্লগের কর্তাদের এবং ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি। এখনও পর্যন্ত এই ব্লগে একটিও 'অশ্লীল' শব্দ লিখিনি। আমার প্রতি এই খড়্গ নেমে আসার কারণ জানার এই পোস্টটিও কি নিষিদ্ধ করা হবে?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।