আমাদের কথা খুঁজে নিন

   

গতকালের সারাদিনে আমি।

নিজের মাঝেই আমি নিজে যেন হারিয়ে যাই বারবার।

অনেক দিন ধরেই ভাবছিলাম, প্রতিদিনের জন্য একটা ডিজিটাল ডায়েরী বানাবো। কিন্তু তা আর হয়ে উঠেনি। তাই আজ প্রথম লেখা দিয়েই শুরু করমাল। সকালে ১০.৪০ এ ঘুম হতে উঠি, তারপর গতরাতের ভিজিয়ে রাখা কাপড়গুলো ধুয়ে শুকাতে দেই।

১১.৪৫ এ দোকান হতে একটুকরো রুটি কিনে তা চা দিয়ে ভিজিয়ে খাই। ১২ টার দিয়ে সাভার শ্রীপুরে বড় ভাই এর বাসার উদ্দেশ্যে রওনা করি যদিও ২.৪৫ এ বাসায় পৈছাই। দুপুরে খাবার খেয়ে বড় ভাই এর দোকানে আসি। তারপর ভবিষ্যত নিয়ে কিছু পরিকল্পনা করি। ৬ টার দিকে ঢাকা আসার উদ্দেশ্য রওনা করি।

৭.৩০ এ আমার বাসায় মানে উত্তরাতে আসি। অলস ভাবেই কেটে যায় একটা দিন। আসলে অন্যান্য ব্যস্ত সময় বা ব্যস্ত দিনগুলো কাটানোর পরে কি করে যে একটা অলস দিন কেটে যায় তা বোঝা যায়না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।