সময়ের এই ক্রান্তিকে এসে বলি হাতটা বাড়াও একটু জড়িয়ে ধরি মাননীয়া খালা, আপনার প্রতি ডিও রেস্পেক্ট রাইখা শুরু করতেছি, আপনি আমাদের জন্য যে কত কষ্ট কইরা এত সব অখাদ্য কুখাদ্য রান্না করেন তা তো আমরা জানিই । কই আমরা কি কখনোও বলছি আপনাকে এসব কথা (অবশ্য আমাদের সেই সাহস কোথায়?) যাই হোক আপনি গত দুই দিন না আসার কারনে আমরা আপনার হাতের সেই সব রান্না অনেক মিস করেছি (কারন আর যাই হোক অভুক্ত বালকেরা দুই দিন না খাইয়া আছে ) আমরা আশা করব আপনি খুব শীঘ্রই আপনার হাতের অই সব অখাদ্য গুলা খাওয়াইয়া আমাদের বাধিত করবেন !!(কি আর করব বলেন না খাইয়া যে উপায় নাই) ইতি আপনার হাতের খাবারের গুণমুগ্ধ কয়েকজন বালক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।