আমি অনেকদিন ধরে নেটবুক কেনার কথা ভাবছি। কিন্তু কি করে একটি ভাল নেটবুক কেনা যায় তা বুজে উঠতে পারছি না।
আমি চাই আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি নেটবুকে যে ধরনের সুবিধা চাই তা নিচে উল্লেখ করছি-
১। বাজেট সর্বচ্চো :৩০,০০০/- টাকা।
২। Display : LED
৩। স্পিকার : খুব ভাল মানের। (বাজারে আছে)
৪। প্রসেসর : ১,৮৩ বা এর কাচাকাছি হলে ভাল,( ১,৮৩ এই মানের আছে)।
৫। অবশ্যই দ্বিতীয় প্রজন্মের প্রসেসর(বাজারে আছে)
৬। র্যাম : ২ জিবি বা তারও বেশি (ডিডির ৩)(বাজারে আছে)
৭। হার্ডিস্ক : ৩২০ বা ৫০০ জিবি। (বাজারে আছে)
৮।
ওয়েবক্যাম : ১,৩ মেপি। (বাজারে আছে)
৯। কীবোর্ড : পানিনিরোধক, এবং এরকম হতে হবে যাতে আক্তা কী থেকে অপরটির দূরত্ব কুব কাছাকাছি যাতে বালু বা অন্নকিছু সহজে ফাঁকফোকর দিয়ে ডুকতে না পারে।
আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।