আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গত শনিবার রাজধানীর আর্মি গলফ ক্লাবে 'ক্যাডেট কলেজ ডে' উদযাপিত হয়েছে। দেশের ১২ ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের ১৩টি সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে। ১৯৫৮ সালের ২৮ এপ্রিল চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে ক্যাডেট শিক্ষা ব্যবস্থার সূচনা হয়। সে বিবেচনায় প্রতি বছর ২৮ এপ্রিল দিবসটি উদযাপিত হয়ে আসছে। লক্ষ্য প্রাক্তন ক্যাডেটদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক উন্নয়ন । সেনাবাহিনীর প্রধান জেনারেল মোঃ আব্দুল মুবীন সকাল ৮টায় 'ক্যাডেট কলেজ ডে গলফ'-এর মাধ্যমে দিবসের সূচনা করেন। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উৎসব, প্রাক্তন ক্যাডেটদের সংবধর্না, ক্যাডেট কলেজ ডে কেক কাটা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গুরুত্বপূর্ণ মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, এফবিসিসিআই সভাপতি এ. কে. আজাদ, ক্যাডেট কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফ আবদুল্লাহ ইউসুফ, ক্যাডেট কলেজ ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার রুহুল মতিন, স্থপতি শাকুর মজিদ, অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।