আমাদের কথা খুঁজে নিন

   

একলা ভাসে, একলা ডোবে

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! একলা ভাসে, একলা ডোবে ---------------- ডঃ রমিত আজাদ ঝম ঝম ঝম বৃষ্টি পড়ে, ঝিলের জলে, ছলকে ছলে, শাপলা শালুক উঠল মেতে, উপচে পড়া জলের স্রোতে, নৌকা ভাসে, নৌকা ডোবে, কেউ দেখেনা, ব্যস্ত সবে। একটি মেয়ে পড়ে লেখে, একটি মেয়ে স্বপ্ন দেখে, বৃষ্টি ধোঁয়া, সতেজ ঘাসে, অংক কষে, মিস্টি হাসে, একটি ছেলের মন পেয়েছে, বনের পাখী গান গেয়েছে। সেই মেয়েটি মনের কোনে, বাসর সাজায়, বধুর সাজে বাজনা বাজায়। উঠল বেজে এই বুঝি ঐ বিয়ের সানাই, মন জোছনায় আলতা রাঙাই। সেই মেয়েটির স্বপ্ন ভাঙ্গে, চোখের জলে বন্যা আনে।

প্রতারণার অন্ধ কুটির, মিথ্যে কথা সেই ছেলেটির। মন চায়নি, মন দেয়নি, ভালোবাসার ফুল চায়নি। শুধু শুধুই কষ্ট দিল, সেই মেযেটির সরল মনে। ঝম ঝম ঝম বৃষ্টি পড়ে, ঝিলের জলে, ছলকে ছলে, উপচে পড়া জলের স্রোতে, শাপলা শালুক উঠল মেতে। বুকের ব্যথা বুকে চেপে, সেই মেয়েটি, জোছনা রাতে, একলা ভাসে, একলা ডোবে, কেউ দেখেনা, ব্যস্ত সবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।