আমাদের কথা খুঁজে নিন

   

একলা শহর

সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ..

শহরটা বড় ক্লান্ত নিঃস্ব আকাশ কাক ঝাপসা নিয়ন শ্রাব অস্ত গেল শরির টুকু যাচ্ছে চলে যাক একলা শহর একলা আমি ধুসর আকাশ তিমির সাথি জোৎস্না মগ্ন নগ্ন শব্দ একটা গল্প একটা কষ্ট নস্ট হচ্ছে সব চরাচর আচার বিচার নষ্ট শহর তোমরাই বল নষ্ট শহর এই শহর ভাঙ্গছে রাতে সঙ্গম কোন দম্পতির সাথে একটু একটু করে আস্ত শহর গিলছ তোমরা দিনে রাতে শহরটার বড় একলা লাগে কাঁদছে শহর,যাচ্ছে আকাশ ভাবছে শহর সব গুলো তার গিটার তারের সুর ধ্বনিতে মাতাল ফুসফূস মাতাল তুমি বৃষ্টি মাতাল শহর মাতাল কষ্টেরা সব- সবই মাতাল ভায়লিনে এ কোন সে তাল ল্যাম্প পোস্ট আর পৌষের সকাল শহর আমি বোবা শহর একলা শহর নষ্ট শহর কর্মক্লান্ত শ্রমিক শহর একটা ছেলে একটা শহর সে মেয়েটির নষ্টশহর প্রথম গোপন লজ্জার শহর নীল ওরনা ছাওয়া শহর কোথায় নিংকন কোথায় তুমি শহর দেখে শহর শোনে একলা একলা সাজায় বাসর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।