"কেউ কেউ তো থাকে এমন যার কোন ঘর ...হয় না, উঠোন হয় না। কেউ কেউ তো থাকেই এমন শহর ভর্তি মানুষ, অথচ ভালোবাসর একজন মানুষ জোটে না। কেউ কেউ কি এমন থাকে না সারা জীবন পাখি এবং আকাশ দেখতে দেখতে মানুষ এবং অরণ্য দেখতে দেখতে সমুদ্র এবং শূণ্যতা দেখতে দেখতে বয়স বাড়ে ! আর বয়স বাড়তে বাড়তে এমনও কি হয় না যে ধসে যাবার আগ মুহুর্তে আর একটি জীবন চায় - জীবন - যাপনের? হয় না এমন তো নয়, হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।