গতকাল নাসার [NASA] একদল বিজ্ঞানীরা এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তাদের আশা পূরণের কথা জানায়!
Charles F. Bolden, Jr., Administrator বলেছেন,'' সম্প্রতি আমাদের কৃত্রিম উপগ্রহের রিপোরট এবং ছবি আমাদের আশার আলোর পথ এর সন্ধান দিয়াছে । যদিও আমাদের এই সব ছবি গুলো অস্পষ্ট কিন্তু তারপরও আমারা আশাবাদী। আমাদের বিজ্ঞানীরা সর্বাত্মক চেষ্টা করছে এবং আমারা অতি সিগ্রই বাংলাদেশ এ এলিয়েন সার্চ এর জন্য অপারেশন করব। আমাদের বিশ্বাস আমারা পাবো এবং পারবো!
সাংবাদিক জিমঃ তার মানে আপনি বলতে চাচ্ছেন পৃথিবীর প্রথম এলিয়েন বাংলাদেশে ধরা পরবে!!
Charles F. Bolden, Jr., Administratorঃ আমাদের ধারনা ছিল আমারা আমাদের দেশে প্রথম এলিয়েন এর সন্ধান পাবো! আমাদের বিখ্যাত হলিউড কত মুভি তৈরি করেছিল এই এলিয়েন এর উপর ভিত্তি করে। কত টেকনোলজি ব্যবহার করেছে তাদের মুভিতে , অই সব টেকনোলজি আমাদের কাছেও নেই।
হাহাহা!!
সাংবাদিক কিমঃ আপনারা কবে মিশন পরিচালনা করবেন, আপনারা কি কোন পরযাবেক্ষক পাঠাবেন!!!
Charles F. Bolden, Jr., Administraঃ আরে কি বলেন আমারা তো অনেক আগেই সেখানে নিযুক্ত করছি । আমাদের রাষ্ট্রদূতকে , তিনি এখনো নিবিড় পরযাবেখন করছেন!
সাংবাদিক ডিম ঃতিনি কি কি সূত্র পেয়াচেন !!
Charles F. Bolden, Jr., Administraঃ তিনি অনেক সূত্র পাইসেন । সেই সূত্র আমাদের আরও ভাবিয়াসে! তাকে আমারা নোবেল প্রাইজ এর জন্য সুপারিস করবো।
সাংবাদিক টিম ঃ একটু খোলসা মুক্ত করে বলবেন !!
Charles F. Bolden, Jr., Administraঃ খোলসা তো মুক্ত হয়চে অনেক আগেই । তাহলে শুনুন , স্পেসশিপ এর সাথে ধাক্কা খেয়ে বাংলাদেশ এর বিমান বাহিনির বিমান সিটকে ভারতে পরে , অবশ্য অন্নগ্রহের মানব রা বিমানটিকে ছিনতাই করেনি।
গতসপ্তাহেও একটি বিমানের সাথে সংঘর্ষ হয় বিমানটি ধাংস হয়!মনে হয় বিমান বাহিনিকে ওরা শত্রু মনেকরে!
ইদানিং বাংলাদেশে মানুষ হারিয়ে যাচ্ছে তাদের গোয়েন্দারা খুজে পাচ্ছেনা । শীর্ষ এক রাজনৈতিক বাক্তি উধাও , গয়েন্দারা তাকে খুজে পাচ্ছেনা । আরও কিন্তু স্পর্শকাতর বিষয়গুলোর খোঁজ কিছুতেই মিলছে না। সাগর রুনিকে ঠান্ডা মাথায় কুপিয়ে মারল কে সে খবর কিছুতেই জানা যাচ্ছেনা, সৌদি রাষ্ট্রদূতের সচিব কে কেন মারা হল সেটাও কেউ জানেনা, ওয়ার্ড কমিশনার চৌধূরী আলম ১১ মাস ধরে কোথায়? কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র বাসে করে ফেরার সময় কারা যেন বাস থামিয়ে সবার সামনে তুলে নিয়ে গেল, খোঁজ নাই ২ মাস, কেন? গাড়িতে আগুন দিয়ে নিরিহ ড্রাইভারকে কেন মারা হল সেটা কি কেউ জানে? কবে হরতাল থামবে?ইলিয়াস আলী কবে ফিরে আসবে? আদৌ ফিরবে কি? নাকি
এলিয়েনরা তাকে তাদের গ্রহে নিয়া গেছে কে জানে?
আমার বিশ্বাস এলিয়েনরা এইসব করছে।
সাংবাদিক পিমঃ তাহলে তো সত্যি এলিয়েন বাংলাদেশে রয়েছে!!
Charles F. Bolden, Jr., Administraঃ হহহ।
। আমেরিকা বাংলাদেশকে হেল্প করবে। এলিয়েনরা কোন সূত্র রাখেনি কোন কাজের । বাংলাদেশের গোয়েন্দারা ভুল্প্রমানিত হচ্ছে ! বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রিও হাস্যকর প্রমাণিত হচ্ছে। এলিয়েন তুমি কই ধরা দাও।
বাংলাদেশে বিরোধী দল হরতাল দেচ্চে,দেশে এখন নাকি এলিয়েনরা রাজত্ব কায়েম করছে। হাহাহা
এটি একটি বাঙ্গাত্তক রচনা । , ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।