প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা বিস্তারিত ম্যাচ রিপোর্ট পড়ুন এখানে
আরো পড়ুন >> সাকিবের নাইট রাইডার্স ভাবনা
মেসির দুর্বলতা পেনাল্টিতে!
আর সব লীগের মতো সিরি এ'তেও শিরোপা লড়াইটা দুই দলের মধ্যে চলে এসেছে। এসি মিলান আর জুভেন্টাস এখন টিকে আছে শিরোপা দৌড়ে।
মৌসুমের আর মাত্র চারটিম্যাচ বাকি। তাই বাকি দলগুলো যে শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে তা বলার অপেক্ষা রাখেনা। দলগুলো এখন শুধু চ্যাম্পিয়নস লীগে খেলার স্বপ্ন নিয়ে লড়ছে।
গতকাল জুভেন্টাস ১-০ গোলে জিতেছে চেসেনার বিপক্ষে। আর এসি মিলান ১-০ গোলে হারিয়েছে জেনোয়াকে। ইন্টারমিলানও তাদের চ্যাম্পিয়নস লীগে খেলার স্বপ্ন জিইয়ে রেখেছে স্নেইডারের জোড়া গোলে উদিনেসকে ৩-১ গোলে হারিয়ে।
ইন্টার মিলান আর উদিনেসের খেলার শুরুতেই পিছিয়ে পড়ে ইন্টার। খেলার মাত্র ৬ মিনিটের সময় ডিফেন্ডার দানিলোর গোলে ১-০ তে এগিয়ে যায় উদিনেস।
এর এক মুহুর্ত পরেই ব্যাবধান দ্বিগুন করার সুযোগ এসেছিলো উদিনেসের।
খেলার ১০ মিনিটের সময় ২০ গজ দূর থেকে দারুন এক গোল করে ইন্টারকে সমতায় ফেরান স্নেইডার। এরপর ২৮ মিনিটের সময় মিলিতোর বাড়িয়ে দেয়া বলে দলকে ২-১ গোলে এগিয়ে দেন স্নেইডার। ৩৭ মিনিটের সময় মিডফিল্ডার আলভারেজের গোলে ব্যাবধান ৩-১ করে ইন্টার মিলান।
খেলার দ্বিতীয়ার্ধ্বে আর গোলের দেখা পায়নি কেউ।
কিন্তু স্নেইডারের হ্যাটট্রিক পূর্ন করার সুযোগ এসেছিলো। উদিনেসেরও সুযোগ এসেছিলো ব্যাবধান কমানোর। কিন্তু ইন্টার গোলরক্ষক সিজারে থমকে গেছে সব আক্রমন।
চেসেনাকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো জুভেন্টাস। খেলার ৯ মিনিটের সময় পেনাল্টি পায় জুভরা।
কিন্তু পির্লো পেনাল্টি মিস করায় গোল পায়নি জুভেন্টাস।
খেলার প্রথমার্ধ্ব শেষ হয় গোলশূন্যভাবে। দিতীয়ার্ধ্বেও গোলের দেখা পাচ্ছিলোনা কোন দল। খেলার ৭৪ মিনিটের সময় বদলী স্ট্রাইকার হিসেবে মাঠে নামেন মার্কো বরিয়েল্লো। মাঠে নামার ৬ মিনিট পরেই, খেলার ৮০ মিনিটের সময় মার্কো বরিয়েল্লো গোল করে জুভেন্টাসকে ১-০ গোলে এগিয়ে দেন।
এই ম্যাচ জিতে শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরো পাকাপোক্ত করলো জুভেন্টাস। আর পয়েন্ট তালিকার শেষে থাকা চেসেনার অবনমন আগেই নিশ্চিত হয়ে গিয়েছিলো।
এসি মিলান দশজনের জেনোয়ার বিপক্ষে জয় পেয়েছে। খেলার প্রথমার্ধ্বে কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধ্বের ৭২ মিনিটের সময় জেনোয়ার মিডফিল্ডার বস্কো ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিনত হয় তারা।
দশজনের জেনোয়া আর প্রতিরোধ রাখতে পারেনি। খেলার ৮৬ মিনিটের সময় মিলানের বদলী মিডফিল্ডার কেবিন প্রিন্স বোয়েটাং গোল করে মিলানের ১-০ গোলের জয় নিশ্চিত করেন।
এই জয়েও শীর্ষে থাকা জুভেন্টাসের থেকে ৩ পয়েন্ট পিছিয়ে আছে এসি মিলান।
বাকি চারম্যাচে অনেক নাটকের অপেক্ষায় থাকতে পারেন ফুটবলভক্তরা।
মূল খবর পড়ুন এখানে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।