আমাদের কথা খুঁজে নিন

   

রিয়ালকে আটকে দিয়েছে ভ্যালেন্সিয়া

গোল মিস! হতাশায় মাটিতে মাথা নোয়ালেন ক্রিস্টিয়ানো রোনালদো বার্সার ধন্যবাদ পাওয়ার মতোই কাজ করল ভ্যালেন্সিয়া! লা লিগায় গতকাল রাতে রিয়াল মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ভ্যালেন্সিয়া। শীর্ষে থাকা রিয়াল জয় পেলে যে বার্সার সঙ্গে ব্যবধানটা বাড়ত আরও! ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় পেলে বার্সার চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে থাকত রিয়াল। কিন্তু ড্র করায় ব্যবধানটা এখন ৪ পয়েন্টের। রিয়ালের ঘাড়ের ওপর ফেলা নিঃশ্বাসটা যেন আরও তপ্ত হলো এক সময় ১০ পয়েন্ট পিছিয়ে থাকা বার্সার। ৩১ ম্যাচে লা লিগার শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ৭৯।

সমান সংখ্যক ম্যাচ খেলে বার্সার অর্জন ৭৫ পয়েন্ট। ৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে ভ্যালেন্সিয়া। রয়টার্সের খবরে বলা হয়েছে, ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। কিন্তু ভ্যালেন্সিয়ার জালে বল জড়াতে পারেননি রিয়ালের ফুটবলাররা। ক্রিস্টিয়ানো রোনালদো, অ্যাঞ্জেল ডি মারিয়া ও কারিম বেনজেমাকে ঠেকিয়ে রাখেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক ভিনসেন্টে গুহটা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।