আমাদের কথা খুঁজে নিন

   

রিয়ালকে জেতালেন বেনজেমা

রিয়াল বেটিসের বিপক্ষে গোল করতে পারেননি। লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচেও গোলের দেখা পেলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। তাই বলে জয় আটকায়নি রিয়াল মাদ্রিদের। করিম বেনজেমার গোলে গত রাতে গ্রানাডাকে ১-০-তে হারিয়েছে রিয়াল।
ম্যাচের ১০ মিনিটের মধ্যে এগিয়ে যায় রিয়াল।

গ্রানাডার অগোছালো রক্ষণভাগের দুর্বলতা কাজে লাগান গত ম্যাচে রিয়ালকে সমতায় ফেরানো বেনজেমা। ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে রোনালদোর কাছে বল পাঠিয়েছিলেন ডি মারিয়া। রোনালদো ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে বল যায় বেনজেমার কাছে। বিন্দুমাত্র ভুল করেননি বেনজেমা, বাঁ পায়ের আলতো শটে বল জড়িয়ে দেন গ্রানাডার জালে।
প্রথমার্ধে দুর্দান্তই খেলেছে রিয়াল।

দ্বিতীয়ার্ধে অবশ্য সেই ক্ষুরধার আক্রমণটা তেমন দেখা যায়নি। লা লিগায় টানা দুই ম্যাচে জয় এল, রিয়ালের স্বস্তি বলতে এটুকুই।
এখন পর্যন্ত নিজেদের দুই ম্যাচের দুটিতেই জয় পেয়েছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, অ্যাথলেটিক বিলবাও ও ভিলারিয়াল। দলগুলোর প্রতিটির অর্জন ৬ পয়েন্ট। তবে গোলের ব্যবধানে এগিয়ে থাকায় তালিকার শীর্ষে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা।

এর পরের অবস্থান যথাক্রমে অ্যাটলেটিকো, বিলবাও, ভিলারিয়াল ও রিয়ালের। সূত্র: রয়টার্স। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।