দুরে তুমি দাড়িয়ে
গত ৩ দিনের হরতালের ঝাল আজকে মিটাচ্ছে পাবলিক বাসা থেকে অফিস এ আসতে আমার ৩০ মিনিট লাগে। শঙ্কর থেকে ফার্মগেট, ফার্মগেট থেকে কারওয়ান বাজার। হরতালের ৩ দিন আসছি অনলি ১০ মিনিট এ । কিন্তু আজকে মেজাজ পুরাই বিলা হয়ে গেল, যখন শঙ্কর গিয়ে দেখি একটাও লেগুনা নাই রাস্তার ওই পারে গেলাম মতিঝিল এর গাড়িতে ওঠার জন্য। কিন্তু সব গাড়ি মোহাম্মাদপুর থেকেই ভর্তি হয়ে আসতেছে ১৫ মিনিট এও একটাও ফার্মগেট জাবার গাড়ি এল না।
একটা এল, তাও আবার পিছনে দাড়িয়ে ৪ জন নিয়া গরমে ঘামতে ঘামতে অবস্থা খারাপ।
শেষমেশ কোন উপায় না পেয়ে রিকশা নিয়ে ২৭ নং এর দিকে গেলাম। কিন্তু সালার মরার জ্যাম এর কারনে ২৭ নং এ জাইতেই লাগলো ২৫ মিনিট রাস্তা পার হয়ে ওপারে গেলাম জ রিকশা নিয়ে ফার্মগেট জাব। গরমে, ঘামে তখন ভিজে এক ভয়াবহ অবস্থা । এর মদ্ধে রিকশাওয়ালা যখন ফার্মগেট এর ভাড়া বলল, তখন ত রিতিমত টাস্কি খাইসি ৫০ টাকা !! সালার জামুই না রিকশায় !! এখন পূর্ণিমার ভাড়া ঠিক করতে গেলাম ৭০ টাকা , হায় আল্লাহ কই যাই !!! এইদিকে অফিসের ত অনেক দেরি হয়ে গেসে।
তাই বাদ্ধ হয়ে বললাম, মামা চল। কিন্তু সালার রিকশাওয়ালা বলে, " মামা একটু পরে জামু, আগে একটু অক্সিজেন খাইয়া নেই" শুনেই ত মেজাজ ১৮০ ডিগ্রি হয়ে গেল
নিজের জুতা নিজের গালেই মারতে মন চাইল, কোন দেশে বাস করি
রাগে ক্ষোভে হাঁটতে সুরু করলাম.................................... কি কি জেন চিন্তা করতে করতে অফিস এর সামনে এসে পরলাম ।
(বিঃ দ্রঃ এটি একটি বিরক্তিকর পোস্ট) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।