সব হেফাজতি কন্ট্রোলে এসে যাবে যদি নিম্নোক্ত ফর্মুলাটি অ্যাপ্লাই করা যায়।
হেফাজতী নেতাদের নিয়মিত টেলিভিশনের লাইভ টক শো-তে এনে বিভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখি করতে হবে।
ফলাফল:
১) যত বেশি প্রশ্ন করা যাবে ততই তাদের জ্ঞানের অসাড়তা প্রমাণ হবে
২) জ্ঞান আহোরনের জন্য তাদের মধে্য লেখাপড়ার চর্চা বেড়ে যাবে
৩) লেখাপড়ার চর্চা বেড়ে গেলে তাদের মধে্য পরিপূর্ণতা এসে যাবে।
৪) পরিপূর্ণতা এসে গেলে তারা কেবল মুসলমান নয়, প্রকৃত মানুষ হিসেবে নিজেদের ভাবতে শুরু করবে।
সাইড অ্যাফেক্ট:
১) ঘরে ফেরার আগেই দলের অন্য নেতাদের কাছ থেকে ফোন আসবে
২) অনুষ্ঠানে কি কি ভুল বলেছেন সেগুলো নিয়ে বাক-বিতন্ডা হবে
৩) দুই/তিনবার টক শো-তে আসার পর অন্যান্যরা তাকে হিংসা করা শুরু করবে।
৪) দলের পক্ষ থেকে তার উপর টক শো-তে যাওয়ার নিষেধাজ্ঞা জারি হবে।
৫) দলের মধে্য দুটি ধারার সৃষ্টি হবে।
৬) প্রকাশে্য এক দল অন্যদলের ভুল ধরবে
৭) এক দল অন্যদলকে নাস্তিক বলবে
সর্বশেষ:
১) ব্লগাররা ব্লগার থাকবে।
২) শাহবাগ জেগে থাকবে।
আমার সাথে কে কে আছেন আওয়াজ দেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।