আমি কাল মেঘকে ভাল বাসি,কারন সাদা মেঘ শুধুই তারার দেশে ঘুরে ঘুরে ফ্যাসন করে কিন্তূ কাল মেঘ তার জীবনের অস্থিত্বকে হারিয়ে দিয়ে দুনিয়াতে বৃষ্টি দিয়ে ফসল ফলায় করে।
ধন্যবাদ তোমাকে বঙ্গবীর তোমার এই উদ্যোগের জন্য। জাতির এই ক্লান্তিলগ্নে সবাই যখন একটু মুক্তির স্বাধ গ্রহনে উম্মুখ তখনই তোমার এই উদ্যোগ সত্যি প্রসংশার দাবিদার। দেশের অন্যান্য সাহসী সন্তানদের কে সবিনয় অনুরোধ আসুন আমরা সবাই কাদের সিদ্দিকির পাশে দাড়াই এবং সবাই মিলে জাতিকে ধ্বংশের হাত হতে বাচানো শেষ চেষ্টাটুকু করি। প্লিজ................... যে যেভাবে পারেন জাতির বিভেক কে নাড়া দিতে চেষ্টা করুন।
যাতে ধ্বংশের অতলগহ্বরে ডুবতে থাকা বাংলাকে বাচানো যায়। সে যেই হোক আজ যদি জাতিকে কেউ এই অচল অবস্থা হতে মুক্তিদিতে পারে তাকেই আমরা বীরের আসনে বসাবো।
বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়া ও চলমান রাজনৈতিক সঙ্কট থেকে উত্তরণে উদ্যোগী হয়েই বিপাকে পড়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসার পথে তার সঙ্গের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তবে কাদের সিদ্দিকী শেষ পর্যন্ত বিএনপি কার্যলয়ে পৌঁছেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে পৌঁছালে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী তাকে অভ্যর্থনা জানান। কার্যালয়ে আসার জন্য তাকে ধন্যবাদ দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল। বিএনপির কার্যালয় থেকে বেরিয়ে তিনি ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে যাওয়ার চেষ্টা করবেন। কথা বলবেন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।