আকাশ ভরা স্বপ্ন সাথে
আমি তাকিয়ে থাকি
যখন রাস্তা দিয়ে হাটি, তাকিয়ে থাকি
দেখি নানান বর্ণের কাভার লাগানো
নানান চলমান মোবাইল।
মোটা-চিকন, বেটে-লম্বা, সাদা-কালো
লাল-নীল, হলুদ-সবুজ, বর্ণীল
কত ধরনের মোবাইল!
শুধু আমি নয়,
আশে পাশের সবাই দেখে
আগ্রহ ভরা চোখে ।
প্রথমে ভাবতাম, আমি একাই
বোধহয় দেখি-
কিন্তু ভুল, সবই ভুল...।
আমিতো তাকাতাম শুধু চোখের
পরিতৃপ্তির জন্য;
কিন্তু, অন্যেরা দেখি, গবেষণা করে
আলোচনা করে
কোনটার সেট ভালো, কোনটার সিম?
সবসময় পূর্ণ নেট পাই না
সাথের বন্ধু জিজ্ঞেস করলে বলি
"নো নেটওয়ার্ক কাভারেজ"।
আবার যখন নেট পাই, ইচ্ছে হয়
মিসকল দিই...
কিন্তু সদা জাগ্রত এ ইচ্ছেটাকে
সুপ্ত রাখি- একটু সংকোচ আর
একটু ভয়ে-প্রতিউত্তরে যদি
মিসকল বা কল না এসে
আসে কমপ্লেন!
আমাকে যদি ভাবে অন্য আরো
দশটা অপারেটরের মত?
তাইতো, এখন আমি
শুধু দেখি, চেয়েচেয়ে দেখি
নানান রংয়ের, নানান ঢংয়ের
নানান বাহারী বর্ণীল মোবাইল....।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।